কঠোর গোপনীয়তায় ঢাকায় এলো লুই আই কানের সেই নকশা
পৃথিবীখ্যাত স্থপতি লুই আই কানের তৈরি করা জাতীয় সংসদ ভবনের মূল নকশার অুনুলিপি এখন ঢাকায়। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে নকশাটি এসে পৌঁছেছে।
কঠোর গোপনীয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার আর্কিটেকচারাল আর্কাইভে সংরক্ষিত আট হাজার নকশা ও নথি থেকে প্রয়োজনীয় ৮৫৩ টি নকশা এবং ৬০টি ডকুমেন্ট চিহ্নিত করে এগুলোর অনুলিপি বৃহস্পতিবার দেশে আনা হয়েছে। সংসদ সচিবালয়ের এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরাতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, কারও মাজার সরাতে হবে কি না, তা লুই আই কানের নকশা দেখলেই বোঝা যাবে। মূল নকশা না দেখে এখন কিছুই বলা যাবে না। সেখানে একটি মাজার, না আরও মাজার আছে—সে বিষয়টি দেখতে হবে। সে জন্য মূল নকশা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এখন দেখার বিষয় সরকার কী পদক্ষেপ নিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন