রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কণ্ঠ নকলবাজ সেই প্রতারক গ্রেপ্তার

প্রবাসী ছেলে দেশে থাকা বৃদ্ধ বাবার কাছে পাঠিয়েছিলেন ২৫ হাজার টাকা। মুঠোফোনে ছেলের কণ্ঠ নকল করে সেই টাকা হাতিয়ে নেয় প্রতারক। সেই ঘটনার প্রায় দেড় মাস ওই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেই টাকা উদ্ধার করে আজ মঙ্গবার বিকেলে বৃদ্ধকে তাঁর টাকা ফিরিয়ে দিয়েছেন পুলিশ সুপার আমেনা বেগম।

আটক ‘প্রতারকের’ নাম দেলোয়ার হোসেন (৪০)। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামে। আর প্রতারণার শিকার বৃদ্ধের নাম জসিম উদ্দিন। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের বাসিন্দা।

বৃদ্ধ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, তাঁর একমাত্র ছেলে করিম উদ্দিন মালয়েশিয়া থাকেন। গত ৭ আগস্ট ছেলে ব্যাংকের মাধ্যমে তাঁর কাছে ২৫ হাজার টাকা পাঠান। নরসিংদীর একটি ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে ফেরার সময় তাঁর মুঠোফোনে একটি কল আসে। তিনি রিসিভ করতেই এক ব্যক্তি তাঁর ছেলের কণ্ঠের মতো কথা বলেন। মুঠোফোনে বলা হয়, তার এক বন্ধুর জরুরি টাকা প্রয়োজন। সেই টাকাগুলো তার এক বন্ধু নিতে আসবে। তিনি যেন টাকাগুলো দিয়ে দেন। তারই পরিপ্রেক্ষিতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামের সামনে থেকে এক ব্যক্তি নিজেকে ছেলের বন্ধু পরিচয় দিয়ে বিদেশ থেকে পাঠানো ওই ২৫ হাজার টাকা নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর ছেলে ফোন দিলে তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।

এরপর জসিম উদ্দিন বিষয়টি স্থানীয় শিবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশকে জানান। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মোবাইল কলের সূত্র ধরে প্রতারক দেলোয়ার হোসেনকে চিহ্নিত করে। গত সোমবার গভীর রাতে জেলার পলাশ উপজেলার জিনারদী থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উদ্ধার করা টাকা পুলিশ সুপার আমেনা বেগম বৃদ্ধ জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বলেন, প্রতারক দেলোয়ার হোসেন কণ্ঠ নকল করে এ রকম অনেক নিরীহ লোক ও নারীকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছে। তাকে আটকের কথা শুনে প্রতারিত অনেকে এসে তাদের প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল