কদমতলীতে বিয়ের প্রলোভনে কিশোরী গৃহকর্মী ধর্ষিত
রাজধানীর কদমতলীতে গৃহকর্তার ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ওই কিশোরীকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্মীর বাবা জানান, কদমতলীর তুষারধারা আবাসিক এলাকায় কালাম আহমেদের বাসায় ৫ মাস ধরে গৃহকর্মীর কাজ করত তার মেয়ে। বাসায় কাজ করার সুবাদে ওই কিশোরীর ওপর বাড়িওয়ালার ছেলে বাবুর (৩৫) নজর পড়ে। এক মাস আগে বাবু ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এরপর থেকে সুযোগ পেলেই সে তাকে যৌন নির্যাতন করত। সর্বশেষ গত মঙ্গলবার বাবু ওই কিশোরীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর একই এলাকার শওকতের বাসায় আটকে রেখে রাতভর ধর্ষণ করে। এরপর সে তাকে বুধবার রাত সাড়ে ৯টায় বাসায় পৌঁছে দেয়।
বাবু ওই কিশোরীর বাবাকে হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে বলেছে। অভিযোগ তুলে নিলে কশোরীকে সে তিন মাস পর বিয়ে করবে বলে আশ্বাস দেয়। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশও হয়। কিন্তু কিছুতেই বিষয়টি সমাধান সম্ভব হয়নি। পরে সোমবার বিকালে কিশোরীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার বাবা।
তিনি বলেন, পুলিশ আমাকে বিষয়টি মীমাংসার জন্য ভয়ভীতি দেখিয়ে সময় ক্ষেপণ করেছে। আমি নিরীহ-গরিব, তাই পুলিশের কাছে ন্যায়বিচার পাচ্ছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কদমতলী থানার ওসি আরশেদুল ইসলাম বলেন, পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি ওই কিশোরীর বাবাকে থানায় আসতে বলেছি। তিনি আসছেন না। যখন আসবেন, তখনই মামলা নেয়া হবে।
সোনারগাঁয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : সোনারগাঁও প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চম শ্রেণীর মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
উপজেলার নানাখী গ্রামে ওই ছাত্রীকে রাসেল মিয়া নামে এক যুবক ধর্ষণ করেছে। সে স্থানীয় শাহজাহান মিয়ার ছেলে।
ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে উল্লেখ করে ওই মাদ্রাসাছাত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দিচ্ছে রাসেল। অন্যথায় ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন