কন্যা শিশু জন্ম নিলে চিকিৎসা খরচ নেই!
এবার কন্যা শিশু বাঁচানোর জন্য আরও একটি পন্থা অবলম্বন করলেন ভারতের পুনের নাগরিক গণেশ রাখ। তিনি পেশায় একজন ডাক্তার। মেডিকেয়ার হাসপাতাল ফাউন্ডেশন ট্রাস্ট নামের একটি হাসপাতাল তিনি পরিচালনা করেন। তিনি কন্যা সন্তান বাঁচানোর জন্য এই অভিনব পন্থা অবলম্বন করেছেন।
তার হাসপাতালে কোন কন্যা সন্তান জন্ম নিলে সেই পরিবারের ডেলিভারির জন্য কোনও চার্জ দিতে হয় না। তাদের বিল হাসপাতালের পক্ষ থেকে দেয়া হয়। শুধু এখানেই থেমে নেই তারা, কোন কন্যা সন্তান জন্ম নিলে তিনি সম্পূর্ণ হাসপাতালে মিষ্টি বিতরণ করেন।
২৫টি বিছানার তার এই হাসপাতালে আজ পর্যন্ত ৪৩০ জন কন্যা শিশু জন্ম নিয়েছে। গণেশ রাখ একজন দিন মজুরের ছেলে। সে মহারাষ্ট্রে মেয়ে শিশুদের হত্যার হার কমাতে চান।
তিনি তার মেডিক্যাল জীবনের সাক্ষী থেকে বলেন, তিনি দেখেছেন যখন কোন কন্যা শিশু জন্মে তখন তার মা-বাবা, আত্মীয় তাদের নিকট খরচ কমানোর জন্য আবেদন করতেন।
কিন্তু পুত্র জন্ম নিলে কারও কোন অভিযোগ থাকত না। তিনি জানান এতে তার আয়ের উপর প্রভাব পরে। কিন্তু এরপরও তিনি এভাবে এগিয়ে যেতে চান। তিনি আরও ৫০০০ জন ডাক্তারের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি সবাইকে এ বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন