কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গোলাগুলি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান অনিক গ্রুপ ও সভাপতি শাব্বির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান অনিক গ্রুপের দুই কর্মী ক্যাম্পাসের ছাত্র হলের পাশে ময়না দ্বীপে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ময়না দ্বীপে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাব্বির গ্রুপের কয়েকজন শিক্ষার্থী বসতে গেলে অনিক গ্রুপের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাহাহাতি হয়। এর জের ধরে সন্ধ্যার পর সাব্বির গ্রুপের কর্মীরা ক্যাম্পাসের অীগ্নবীনা হলের ১০৮নং কক্ষে অনিক গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওবায়দুল ও বিপুল এবং সাব্বির গ্রুপের সোহেল ও অনিক আহত হন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুব হোসেন আহত দুই ছাত্রকে উদ্বার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে সিবিএমসি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ক্যাম্পাসে আবার উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আপেল মাহমুদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে তিনি বিষয়টি মিমাংসা করে দিয়েছেন।
ছাত্রলীগ সভাপতি ছাব্বির আহমেদ জানান, যে দু’জন ছাত্র আহত হয়েছেন তারা ছাত্রলীগের কর্মী নয়।
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন