কমছে ইন্টারনেটের দাম
সব ধরনের ইন্টারনেটের দাম কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তারানা হালিম বলেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য বিদেশি একটি প্রতিনিধি দলের সঙ্গে চুক্তি করেছে একসেস টো ইনফরমেশন (এটোআই)। কীভাবে দাম কমানো যায় তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে তারা।
তিনি বলেন, বর্তমানে ইন্টারনেটের যে দাম রয়েছে তার সঙ্গে তুলনা করে আমরা নতুন দাম নির্ধারণ করতে চাই। সুনির্দিষ্ট একটি পন্থায় দাম কমানোর বিষয়ে এগোতে পারবো বলে আমরা আশা করছি।
গ্রাহকের জন্য ইন্টারনেটের দাম কমাতে গিয়ে যাতে ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয় সেজন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন