কমার্শিয়াল পেপারে বিনিয়োগ করতে পারবে ব্যাংক
বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলে এখন থেকে কমার্শিয়াল পেপারেও টাকা খাটাতে পারবে। এ বিষয়ে একটি নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালা অনুযায়ী কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক দলিল মুদ্রা বাজারে স্বল্পমেয়াদি উপাদান বা ঋণপণ্য (প্রতিজ্ঞাপত্র) হিসাবে বিবেচিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এই নীতিমালায় ব্যাংকগুলো কোন ধরণ ও মানের প্রতিষ্ঠানের কমার্শিয়াল পেপারে বিনিয়োগ করবে এবং বিনিয়োগ সীমা কত হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
একই সঙ্গে আগ্রহী প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংকগুলো কর্মাশিয়াল পেপার ইস্যুর আয়োজন করে দিতে চাইলে তা নীতিমালা মেনে করতে হবে। তবে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোকে কমার্শিয়াল পেপার ইস্যুর ক্ষমতা থাকছে না।
সংশ্লিষ্টরা জানান, কমার্শিয়াল পেপারে ব্যাংকের বিনিয়োগ ঝুঁকিমুক্ত হবে। বাড়বে সংশ্লিষ্ট সব পক্ষের বিশ্বাসযোগ্যতাও। শুধু তাই নয়, এর মাধ্যমে সরাসরি ঋণ পাওয়ার সুযোগ ঘটায় ইস্যুকারী প্রতিষ্ঠানের তহবিল (ঋণ) সংগ্রহের ব্যয় কম হবে। এ কারণে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোও কমার্শিয়াল পেপার ইস্যুতে ঝুঁকছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন