কর্মবিরতিতে অচল সরকারি কলেজ
জাতীয় বেতন স্কেলে গ্রেড ও বেতনবৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকদের ডাকা কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের সরকারি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম। গতকাল মঙ্গলবার কর্মবিরতির প্রথম দিনে অধিকাংশ কলেজেই পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা। আজ বুধবারও দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের কর্মবিরতি চলছে বলে খবর পাওয়া গেছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মবিরতির কারণে গতকাল রাজধানীর ঢাকা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরা কয়েক ধাপে কর্মবিরতি পালন করবেন। প্রথম ধাপের চলমান কর্মবিরতি শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। এরপর ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ক্লাস বর্জন করা হবে। এর মধ্যেও দাবি পূরণ না হলে ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে। আর ২২ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা ও ক্লাস বর্জনসহ লাগাতার কর্মবিরতি শুরু হবে।
সরকারি কলেজের অধ্যাপকদের পদটি গ্রেড ৪-এর হলেও এত দিন সিলেকশন গ্রেড পেয়ে মোট অধ্যাপকের মধ্য থেকে ৫০ শতাংশ গ্রেড ৩-এ যেতে পারতেন। কিন্তু অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেয়ায় সরকারি কলেজের অধ্যাপকদের সে সুযোগটি রুদ্ধ হয়ে যায়। এ নিয়ে তারা কয়েক মাস ধরে আন্দোলন করছেন। এর আগেও তারা কয়েক দফা কর্মবিরতি ও ক্লাস বর্জনের কর্মসূচি পালন করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন