রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিলারি-ট্রাম্প বিতর্ক

কর্মসংস্থান, করের পাশাপাশি নিরাপত্তা নিয়ে আলোচনা

কর্মসংস্থানের নিশ্চয়তা, কর আরোপ নিয়ে আলোচনা দিয়ে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনী বিতর্ক। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু।

ট্রাম্পের মতে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে, হিলারি ক্লিনটন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় প্রথম নির্বাচনী বিতর্ক। বিতর্ক সঞ্চালনা করেন লেস্টার হল্ট।

বিতর্কের শুরুতেই কর্মসংস্থান নিয়ে বর্তমান অবস্থার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুটিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের লোকজন চাকরি পাচ্ছে না। দৃঢ় চীনা অর্থনীতি ধাক্কা দিচ্ছে মার্কিন অর্থনীতিতে। আর এ কারণেই প্রয়োজন কর কমিয়ে দেওয়া।

কর হ্রাসের পক্ষে শুরু থেকেই যুক্তি তুলে ধরেন ট্রাম্প। তাঁর মতে, কর হ্রাসের ফলে বড় প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতে পারবে। অন্যরা ব্যবসার জন্য এগিয়ে আসবে। বর্তমান করনীতিতে পুঁজিপতিরা উৎসাহী নয়।

অন্যদিকে, হিলারি ক্লিনটন কর হ্রাসের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি ধনীদের কর কমিয়ে দেওয়ার পক্ষে নই।’

হিলারি বলেন, ছোট ব্যবসায়ীরা এগিয়ে আসুক। ধনীদের যথেষ্টই অর্জন আছে। তিনি বলেন, ‘ট্রাম্প ভাগ্যবান। তিনি ধনীর ছেলে ছিলেন। বড় সম্পদ দিয়ে ব্যবসা শুরু করেন। আমার বাবা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান।’

জ্বালানি নিয়ে বর্তমান নীতির সমালোচনা করেন ট্রাম্প। অন্যদিকে, সৌরশক্তি সম্ভাবনা নিয়ে যুক্তি তুলে ধরেন হিলারি।

বিতর্কে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বিভিন্ন সংঘর্ষে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক করার দাবি জানান তিনি। আর এ ক্ষেত্রে পুলিশের সদস্য বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন হিলারি। এ ক্ষেত্রে বিভিন্ন সংস্কার আনবেন বলে জানান তিনি। একই সঙ্গে বর্তমান অস্ত্র আইনে সংস্কার আনার কথা জানিয়েছেন।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প নারীদের প্রতি বৈষম্যমূলক বিভিন্ন মন্তব্য করেন বলে জানান হিলারি। তিনি এসব মন্তব্য উপস্থাপনও করেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বিতর্ক শুরু হওয়া পর্যন্ত জনমত জরিপে দেখা যায়, হিলারির পক্ষে ৪৬ শতাংশ ও ট্রাম্পের পক্ষে ৪৪ শতাংশ সমর্থন আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ