কর প্রদান ব্যবস্থাকে আধুনিকীকরণের পদক্ষেপ নেয়া হয়েছে : ধর্মমন্ত্রী

সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ সকালে স্থানীয় জিমনেশিয়ামে শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
কমিশনার (ট্যাক্স) জিএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, করদাতাদেরকে সহজে কর পরিশোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরকার কর মেলার আয়োজন করেছে। সরকার কর প্রদান ব্যবস্থা আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
করদাতাদেরকে তাদের আয়কর নিয়মিত দেয়ার আহবান জানিয়ে, যারা কর প্রদানে সক্ষম তাদেরকে দেশের বৃহত্তর স্বার্থে করদাতা হিসেবে নাম তালিকাভুক্ত করার জন্য তিনি আহবান জানান।
এবারের আয়কর মেলায় ১৭টি স্টল রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন