কলকাতায় মাশরাফিরা, কাল অনুশীলন
সুপার টেনে খেলতে সোমবার সন্ধ্যায় কলকাতা এসে পৌঁছেছেন মাশরাফিরা। মঙ্গলবার অনুশীলন করবে দল। বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
রোববার রাতে ধর্মশালায় ওমানের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ। সোমবার দুপুর দেড়টার দিকে ধর্মশালা ছাড়েন ক্রিকেটাররা। ধর্মশালা থেকে দিল্লি হয়ে সন্ধ্যার কিছু পর কলকাতায় এসে পৌছায় বাংলাদেশ দল।
তবে দলের সঙ্গে কলকাতা আসেনি পেসার তাসকিন আহমেদ। আইসিসি’র সন্দেহভাজন অ্যাকশনের তালিকায় থাকায় তাসকিন চেন্নাই চলে যান পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ করেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলছেন তাসকিন। এ ম্যাচে ফেরার কথা মুস্তাফিজুর রহমানেরও।
মাশরাফিদের পরের পরের ম্যাচ ২২ মার্চ। বেঙ্গালুরুতে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। ২৫ মার্চ একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বেঙ্গালুরুতে দুই ম্যাচ খেলে আবার কলকাতায় ফিরবে টাইগাররা। ২৮ মার্চ সেখানে সুপার টেনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন মাশরাফিরা। বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়াবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন