কলকাতায় সেরা চলচ্চিত্র শাকিব খান-শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’
কলকাতায় পুরস্কার পেল শাকিব খান-শ্রাবন্তী অভিনীত চলচ্চিত্র ‘শিকারি’। সেরা চলচ্চিত্র বিভাগে ‘কলাকার অ্যাওয়ার্ড’ পেয়েছে যৌথ প্রযোজনার ছবি শিকারি। গত রবিবার রাতে কলকাতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর বসে।
এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। এই অ্যাওয়ার্ডটি মূলত ভারতের চলচ্চিত্র টিভি মাধ্যমের জন্য দেওয়া হয়ে থাকে।
যৌথ প্রযোজনার চলচ্চিত্র শিকারি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। আবদুল আজিজ এই ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক এবং কলকাতা অংশের প্রযোজক অশোক ধানুকা।
গত বছরের জুলাই মাসে বাংলাদেশে মুক্তি পায় শিকারি। আর ভারতের পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায় আগস্ট মাসে। এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।
চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন—বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন