রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট: যা পেলাম, যা হারালাম

নিউজিল্যান্ড সফরটা হয়ত ভুলে যেতে চাইবে টাইগাররা। পুরো সফরে একটা জয়ও পাইনি টাইগাররা। দিন খালি হাতেই ফিরতে হল মাশরাফি-সাকিব-মুশফিকদের। সর্বশেষ টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য ছিল অনেক প্রাপ্তির। কিন্ত সেটিও বেদনায় পরিণত হয়।

প্রথম টেস্টটা হারলেও তা ছিল অনেক প্রাপ্তির। একাধিক রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। দলীয় অর্জনের চেয়ে ব্যক্তিগত অর্জনই বেশি। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। যেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান আর প্রথম ইনিংসের বিচারে সর্বোচ্চ সংগ্রহ।

সাকিব-মুশফিকের রেকর্ডময় জুটি: টেস্টে বাংলাদেশ ক্রিকেটে সাকিব-মুশফিকের ৩৫৯ রানের রেকর্ডময় জুটি। এখানেই শেষ নয়, টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান করার বিরল কীর্তিও গড়লেন সাকিব-মুশফিক।

সাকিবের ক্যারিয়ার সেরা সংগ্রহ: প্রথমবারের মতো টেস্টে দ্বিশতক হাঁকান সাকিব আল হাসান। এছাড়া সাকিবের ২১৭ রান টেস্টে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তারপরেই আছে তামিম ইকবালের ২০৭ রান।

ইমরুলের বিশ্বরেকর্ড: বদলী কিপার হিসেবে ইমরুলের বিশ্বরেকর্ড। মুশফিকের জায়গায় কিপিং করেছিলেন তিনি। প্রায় দেড়শ ওভার উইকেটের পেছনে দায়িত্ব পালন করে ৫টি ক্যাচও তালু-বন্দী করেন এই টাইগার ওপেনার।

মিরাজের অনন্য রেকর্ড: নিউজিল্যান্ডের মাটিতে অনন্য রেকর্ড গড়েন মেহেদী হাসান মিরাজ। কিউইদের ইনিংসের প্রথম ওভারে বোলিং করে রেকর্ডে নাম লেখান মিরাজ। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে স্পিন দিয়ে ইনিংস শুরু হয় মাত্র ৩ বার। তবে সেটা প্রথম ইনিংসে নয়। পরের ইনিংসে। বলা যায়, জয় ছাড়া সব প্রাপ্তিই বাংলাদেশের ঝুলিতে।

তিন হাজারী ক্লাবে সাকিব: তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩ হাজার রানও পূর্ণ হয় সাকিবের। বাংলাদেশের হয়ে সবার আগে ৩ হাজার রান করেছিলেন হাবিবুল বাশার। এরপর ৩ হাজারী ঘরে নাম লেখান তামিম।

সৌম্যর রানে ফেরা: অনেক দিন পর রানে ফিরেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের মাটিতে শেষ টেস্টটি সৌম্যর জন্য অসংখ্য প্রাপ্তির। আগে সৌম্যর টেস্ট সর্বোচ্চ রান ছিল ৩৭। এখন সেটা ৮৬। ব্যাটিং গড় ছিল ২১.৪০। এখন বেড়ে দাঁড়িয়েছে ৩২.৭১।

ইনজুরির ছোবল: দুটি টেস্টই পরাজিত হয় বাংলাদেশ। কিন্তু দিন শেষে ইনজুরির ছোবলটা বেশ ভুগিয়েছে টাইগারদের। চোট নিয়ে ছিটকে পড়েন মুশফিকুর রহিম, ইমরুল কায়ে আর মুমিনুল হক।

তিন পয়েন্ট কমে গেছে বাংলাদেশের। সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৫। কিন্তু আজ সিরিজের শেষ টেস্টে ৯ উইকেটে হারের পর ৩ পয়েন্ট কমে ৬২ হয়েছে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে ছাড়িয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। ৯৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ব্ল্যাক ক্যাপসদের ২ পয়েন্ট বেড়ে ৯৮ হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী