কলেজছাত্রী ২ বোনকে মারধর, বখাটেদের ‘আড্ডায়’ ভাঙচুর

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের ছাত্রী যমজ দুই বোনকে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এদিকে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার কলেজের সামনে মানববন্ধন করে কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা কলেজের সামনের একটি দোকান ভাঙচুর করে। দুই ছাত্রীর ওপর হামলাকারী বখাটেরা ওই দোকানে আড্ডা দিত বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, যমজ দুই বোনকে মারধর করার ঘটনায় গতকাল বুধবার রাতেই লুৎফর রহমান বাবু নামের একজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের সামনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা কলেজের ছাত্রী যমজ দুই বোনকে মারধর করে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুই বোনকে মারধরের ঘটনার পর তাদের বাবা থানায় একটি মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই গতকাল রাতে লুৎফর রহমান বাবুকে আটক করা হয়েছে। আর এই মামলার প্রধান আসামি জীবন। জীবনকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাঁকে আটক করার জন্য ব্যাপক চেষ্টা চলছে।
এদিকে দুই বোনকে মারধরের ঘটনায় বিসিআইসি কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে বখাটেদের আটক করে শাস্তি দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের সামনে করিমের দোকান নামের একটি দোকান ভাঙচুর করে। শিক্ষার্থীদের অভিযোগ, ওই দোকানে বসেই আড্ডা দেয় বখাটেরা।
এই বিষয়ে ওসি আনোয়ার হোসেন আরো বলেন, মানববন্ধন চলাকালে উত্তেজিত শিক্ষার্থীরা করিমের দোকান ভাঙচুর করেছে। পরে তারা রাস্তা অবরোধ করতে চেয়েছিল। কিন্তু তাদের বুঝিয়ে বলায় তারা রাস্তা থেকে সরে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন