কলেজ মাঠে ছাত্রীনিবাসের দুই বাবুর্চির বর্ণাঢ্য বিয়ে
কুমিল্লা সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের দুই বাবুর্চির বিয়ে কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন স্থানীয় এমপি, মিডিয়াকর্মী, কলেজের শিক্ষক ও ছাত্রীরাসহ নগরীর বিশিষ্টজনেরা।
সূত্র জানায়, ওই কলেজের নওয়াব হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের হেড বাবুর্চি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকারা গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. আল-আমিনের (৩০) সাথে একই কলেজের সহকারী বাবুর্চি ওই উপজেলার শিদলাই গ্রামের রেনু মিয়ার মেয়ে আছমা আক্তারের (২১) বিয়ে হয়। রবিবার দিনব্যাপী কলেজের মাঠে ওই কলেজের শিক্ষক ও ছাত্রীদের আয়োজনে জাকজমকপূর্ণভাবে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দেড় লাখ টাকা দেনমোহরে ওই বিয়েতে উকিল হয়েছেন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও হোস্টেল সুপার আজহারুল হক। এ বিয়ে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নবদম্পতির হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন এবং বিয়ে অনুষ্ঠানের সার্বিক খরচ বহন করেন। তারা নিজেদের থেকে নববধূকে কানের দুল ও স্বর্ণালংকার উপঢৌকন হিসেবে প্রদানসহ শাড়ি ও বিভিন্ন সাজসজ্জার মালামাল প্রদান করেন।
এর আগে শনিবার রাতে কলেজের মাঠে গায়ে হলুদের অনুষ্ঠানে শিক্ষক-ছাত্রীদের অংশগ্রহণে সানাই বাজিয়ে, গান-বাজনা ও নৃত্য পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। বিয়ের অনুষ্ঠানে সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম আব্দুল ওহাব, উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম, হোস্টেল সুপার মো. আজহারুল হকসহ নগরীর বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। বিয়ের অনুষ্ঠানটি নগরীর বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন