কাঁচা টাকার বাড়ন্তে ভাঁড়ারে টান সোনাগাছির যৌনকর্মীদের
সারদা-কাণ্ড সহ অন্যান্য চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি৷ যার জেরে রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে এক অদ্ভুত রকমের অস্থির পরিস্থিতি৷যার প্রভাবে আবার টান পড়েছে কাঁচা টাকায়ও৷ যে প্রভাব থেকে মুক্ত হতে পারেনি স্বয়ং বাবুদের পকেটও৷ আর, এমনই নানা কারণের জেরে টান পড়েছে সোনাগাছির মাধবী-মালতী-বিউটি-সুইটিদের লক্ষ্মীর ভাঁড়ারেও৷
কাঁচা টাকার যোগান বাধাপ্রাপ্ত হলে যে সমস্যা তৈরি হবে না, সে বিষয়ে কেউই কথা দিতে পারবেন না৷ যদিও, ওই সমস্যার কারণও হতে পারে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম এবং ধরনের৷ কিন্তু, সেই কাঁচা টাকার টান যদি সোনাগাছির বাবুদের পকেটে দেখা দেয়, তা হলে সেখানকার মাধবী-মালতী-বিউটি-সুইটিদের লক্ষ্মীর ভাঁড়ারেও যে স্বাভাবিকভাবেই পিছু ছাড়বে না সেই টান, তাও কেউ অস্বীকার করতে পারবেন না৷ আর, এই ধরনের কারণে যে তাঁদের দুরবস্থা বাড়ে বয় কমে না, তাও অস্বীকার করার কোনও উপায়ও নেই৷ শুধুমাত্র আবার বাবুরাই নন৷কেননা, যাঁরা সোনাগাছির বাবু নন, অথচ সেখানকার নিয়মিত অথবা অনিয়মিত খরিদ্দার, কাঁচা টাকার টান পড়েছে তাঁদের পকেটেও৷
আর, এমনই নানা কারণের জন্য যৌনপল্লির ‘প্রজা’-দের এখন দুরবস্থার আর শেষ নেই৷কারণ, কাঁচা টাকার যোগান বাধাপ্রাপ্ত হওয়ায়, সোনাগাছির যৌনকর্মীদের পরিষেবা নেওয়ার জন্য কমে গিয়েছে খরিদ্দারের সংখ্যা৷ শুধু তাই নয়৷ আগে যেভাবে খরিদ্দারকে খুশি করে উপার্জন করতেন সোনাগাছির যৌনকর্মীরা, ওই কাঁচা টাকার টানের জন্যই এখন খরিদ্দারদের কাছ থেকে তাঁদের পাওনা টাকার পরিমাণও কমে গিয়েছে৷ সেই তালিকা থেকে বাদ যাচ্ছেন না বাবুরাও৷ ওই কাঁচা টাকার টানের জন্যই, কিছুটা হলেও বাবুদের আদরও কমে গিয়েছে৷ কাজেই, আগের তুলনায় এখন আয় অনেক কমে গিয়েছে সোনাগাছির মাধবী-মালতী-বিউটি-সুইটিদের৷ এই ধরনের পরিস্থিতি আবার এখন শুধুমাত্র সোনাগাছিতেও নয়৷ কল্লোলিনী এই তিলোত্তমার অন্যান্য যৌনপল্লিতেও এখন প্রভাব ফেলেছে কাঁচা টাকার অভাব৷আর, এই ধরনের সমস্যার জন্য, অনেক ক্ষেত্রে কম টাকায়ও খরিদ্দারকে এখন খুশি করতে কার্যত বাধ্য হচ্ছেন যৌনকর্মীরা৷কারণ, একেবারে আয় না করার থেকে স্বল্প উপার্জনও অনেক ভালো৷
কী ভাবে এই ধরনের সমস্যার শিকার হতে হচ্ছে সোনাগাছির মাধবী-মালতী-বিউটি-সুইটিদের? কারণ, সাধারণত যৌনপল্লিতে ঘর ভাড়া নিতে হয় তাঁদের৷ খরিদ্দারদের খুশি করে, কাজের শেষে সাধারণত ওই ঘরের ভাড়া দিতে হয়৷কিন্তু, খরিদ্দারের সংখ্যা যেহেতু আগের তুলনায় এখন অনেক কমে গিয়েছে, সেজন্য ঘর ভাড়া মিটিয়ে তার পর অন্যান্য খরচ কীভাবে করবেন মাধবী-মালতী-বিউটি-সুইটিরা, সে বিষয়ে তাঁদের দুঃশ্চিন্তা ক্রমে বেড়েই চলেছে৷ স্বাভাবিকভাবেই, কোনও কোনও ক্ষেত্রে নিয়মিত তাঁরা ভাড়া গুনতেও পারছেন না৷ অথচ, সোনাগাছির মাসিরাই বা শুনবেন কেন তাঁদের এই সমস্যার কথা? মাসিরা যে নিয়মিত ঘর ভাড়া পেতেই অভ্যস্ত! যে কারণে, যৌনকর্মীদের কেউ কেউ ইতিমধ্যেই মহানগরীর পল্লি ছেড়ে অন্যত্র চলেও গিয়েছেন৷ কেউ কেউ আবার অন্যত্র চলে যাওয়ার কথাও ভাবছেন বলে জানা গিয়েছে৷
কেন? মাধবী-মালতী-বিউটি-সুইটিদের কথায়, শুধুমাত্র যৌনপল্লি থাকলে এক রকম পরিস্থিতি হত৷কিন্তু, তেমনটাও সম্ভব হচ্ছে না৷কারণ, যৌনপল্লির কর্মীরা বাদেও এখন বিভিন্ন উপায়ে যৌন পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকে৷যাঁদের মধ্যে রয়েছেন মধ্যবিত্ত এমনকী অভিজাত শ্রেণির মহিলারাও৷ শুধুমাত্র আবার মহিলারাই নন৷ কলকাতায় এখন পাল্লা দিয়ে বাড়ছে পুরুষ যৌনকর্মীর সংখ্যাও৷তাঁর মধ্যে অনেকে যেমন অতিরিক্ত রোজগারের জন্য আসছেন, তেমনই অনেকে আবার নিছকই শখ হিসেবেও বেছে নিচ্ছেন এই পেশাকে৷কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন ছড়িয়ে পড়ছে এই ধরনের যৌন পেশা৷এই ধরনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন সোনাগাছির যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির এক আধিকারিকও৷
কিন্তু, কাঁচা টাকার যোগানে কেন দেখা দিল ঘাটতি? এর পিছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে সারদা-কাণ্ড সহ এ রাজ্যের অন্যান্য চিটফান্ড কেলেঙ্কারির ঘটনা৷ এর পাশাপাশি মরার উপর খাঁড়ার ঘায়ের মতো রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও৷এমন নানা কারণের জন্য রাজ্যজুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি৷তার জেরে যেমন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে ভাঁটা পড়ছে, তেমনই মারাত্মক প্রভাব পড়ছে ছোট থেকে মাঝারি মাপের ব্যবসা থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন কর্মক্ষেত্রের উপরেও৷কলকাতা২৪
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন