রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাঁদতে কাঁদতে থানায় আসা মুন্নি আক্তারের বিরুদ্ধে অন্যরকম অভিযোগ স্বামীর

রাজধানীর মোহাম্মদপুর থানায় কাঁদতে কাঁদতে থানায় ছুটে আসা নারী মুন্নি আক্তারের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেছেন তাঁর স্বামী। গত ৩ ফেব্রুয়ারি ‘হঠাৎ কাঁদতে কাঁদতে থানায় ছুটে এলেন নারী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর সেই সংবাদ দেখে মুন্নি আক্তারের স্বামী মো. মামুনুর রশিদ বিস্তর অভিযোগ করেন।

অনলাইনের কার্যালয়ে এসে মামুনুর রশিদ স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তিনি নিজেই প্রতারণা ও নির্যাতনের শিকার। তাঁর স্ত্রী তাঁকেই নানা প্রতারণার মাধ্যমে নির্যাতন ও হেনস্তা করছে।

মামুনুর জানান, ১৭ বছর ধরে তিনি সৌদি আরবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সেখানে তাঁর দুই ভাই, এক বোনও থাকেন।

পরিচয় ও বিয়ে

২০১৩ সালের ফেব্রুয়ারিতে দেশে এসে মামুনুরের সঙ্গে পরিচয় হয় মুন্নি আক্তারের। পরিচয়ের সূত্র ধরে বছরখানেক প্রেম। এর পর ২০১৪ সালের ৩১ আগস্ট ১৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাঁদের। এর আগেও মুন্নি আক্তারের একবার বিয়ে হয়েছিল।

মামুনুর রশিদের দাবি, বিয়ের তিন দিন পর মুন্নি আক্তারের সাবেক স্বামী তাঁকে (মামুনুর) প্রাণনাশের হুমকি দেয়। এর পর মুন্নির কথামতো তিনি দেশ ছেড়ে সৌদি আরবে যান। পরে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন তিনি।

মামুনুর রশিদ জানান, তাঁর বাবা মো. জাহাঙ্গীর ওসমান বাংলাদেশে থাকেন। ২০১২ সালে তাঁর (মামুনুর) মায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে মোহাম্মদপুরে ৫ নম্বর রোডের কাদেরাবাদ হাউজিংয়ে নিজের ফ্ল্যাটে থাকেন জাহাঙ্গীর। ওই ফ্ল্যাটেই মুন্নিকে রেখে সৌদি যান মামুনুর।

প্রতারণার অভিযোগ

মামুনুর অভিযোগ করে বলেন, ২০১৬ সালের জুলাইয়ে ছয় মাসের ছুটি নিয়ে দেশে আসেন তিনি। এসে জানতে পারেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ টাকা তুলেছেন মুন্নি আক্তার। অথচ এ বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।

মুন্নি আক্তার ইস্টার্ন ব্যাংকে চাকরি করেন। আর ওই ব্যাংকেই ছিল মামুনুর রশিদের অ্যাকাউন্টটি।

মামুনুর জানান, সংসার খরচের জন্য স্ত্রীর কাছে তিনি সই করা কয়েকটি চেকের পাতা দিয়েছিলেন। কিন্তু এত টাকা তুলে নেবে, তা বুঝতে পারেননি তিনি।

মামুনের দাবি, তিনি প্রথমে স্ত্রীর আসল চেহারা বুঝতে পারেননি। পরে দেশে এসে জানতে পারেন, মুন্নি প্রতারণা করে মোহাম্মদপুরে তাঁর বাবার ফ্ল্যাটটি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এই ঘটনা জানতে চাইলে গত বছরের ২০ অক্টোবর মুন্নি দুধের সঙ্গে চেতনানাশক বড়ি মিশিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেছিল।

একই থানায় পাল্টাপাল্টি মামলা

গত বছরের ২৯ অক্টোবর স্ত্রী মুন্নির নামে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন মামুনুর। একই দিনে পাল্টা নারী নির্যাতনের মামলা করেন মুন্নিও।

মামুনুর রশিদ জানান, মুন্নির বিরুদ্ধে তাঁর বাবা জাহাঙ্গীর ওসমানও প্রতারণার মামলা করেছেন, যা এখন তদন্তাধীন রয়েছে।

অভিযোগের বিষয়ে মুন্নি আক্তারের ভাষ্য

স্বামীর অভিযোগের বিষয়ে মুন্নি আক্তারের কাছে জানতে চাওয়া হয়। তিনি জানান, বিয়ের পর থেকেই স্বামী তাঁকে নানাভাবে নির্যাতন করে আসছেন। স্বামীকে চেতনানাশক বড়ি খাওয়ানোর বিষয়ে তিনি বলেন, মামুনুর আগে থেকেই ঘুমের ওষুধ খেতেন। ওই দিন তিনি বেশি করে ঘুমের ওষুধ খেয়েছিলেন।

ফ্ল্যাটের বিষয়ে মুন্নি আক্তার বলেন, ২২ লাখ ৭৫ হাজার টাকায় তিনি তাঁর শ্বশুরের কাছ থেকে ফ্ল্যাটটি কিনেছেন। শ্বশুর কেন তাঁর কাছে ফ্ল্যাট বিক্রি করলেন, জানতে চাওয়া হলে এর কোনো সদুত্তর দিতে পারেননি।

এদিকে এই দ্বন্দ্বের বিষয়টি নিয়ে মামুনুর রশিদ ও মুন্নি আক্তার দুজনেই ফ্ল্যাট ও নানা কাগজ দেখান। কিন্তু একজনের সঙ্গে অন্যের কাগজে কোনো মিল পাওয়া যায়নি।

পুলিশের ভাষ্য

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীরবলেন, ওই নারীর (মুন্নি) সঙ্গে তাঁর স্বামীর বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করেছেন মুন্নি আক্তার। অন্যদিকে তাঁর স্বামীও (মামুনুর রশিদ) মুন্নি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দুজনের অভিযোগের বিষয়েই তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মুন্নি আক্তারের দায়েরকৃত নারী নির্যাতনের মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহহিয়া জানান, মুন্নি আক্তার ও মামুনুর রশিদ একে অপরের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। একটি মামলার নম্বর ৮২। অপরটি ৮৩ নম্বর। এর মধ্যে মামুনুর রশিদ তাঁর স্ত্রীর বিরুদ্ধে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। আর মুন্নি করেছেন যৌতুক আর নারী নির্যাতনের মামলা। সব মামলা তদন্তাধীন রয়েছে। ntv

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া