কাউন্টিতে এবার মিরাজ-সৌম্য!

ইংল্যান্ডের ইতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট লিগ কাউন্টিতে আরো দুই বাংলাদেশী ক্রিকেটারের জন্য হাতছানি দিচ্ছে। এর আগে কাউন্টিতে খেলেছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান। এবার যুক্ত হচ্ছে নতুন দুই নাম। মাত্র ১৯ বছরে টেস্টে অভিষেক সিরিজেই সেরা হওয়া মেহেদী হাসান মিরাজ ও জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার।
মিরাজ ও সৌম্যকে কাউন্টির সাথে যুক্ত করতে এখন ঢাকায় অবস্থান করছেন লন্ডন ভিত্তিক একটা স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিক চৌধুরী। খেলোয়াড়দের লিগের দলের সাথে যুক্ত করার এজেন্ট হিসেবে কাজ করেন বাংলাদেশী বংশোদ্ভুত এই ব্রিটিশ নাগরিক। মূলত ফুটবল নিয়ে কাজ করলেও ইংলিশ কাউন্টির দলগুলোর আগ্রহের ভিত্তিতে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সাথে চুক্তি করতে এসেছেন আতিক চৌধুরী। ইতিমধ্যে দুইজন খেলোয়াড়কে পেতে আগ্রহ দেখিয়েছে কাউন্টির দলগুলো।
সৌম্য ও মিরাজের সাথে প্রাথমিক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন আতিক চৌধুরী। চুক্তি সম্পন্ন হলে কাউন্টির আগামী আসরে এই দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে বলে আশাবাদী এই কর্মকর্তা। তিনি বলেন, “আমরা চাই বেশী বেশী করে বাংলাদেশী ক্রিকেটারের সাথে চুক্তি করতে। আমাদের কোম্পানি মূলত ফুটবলে ফোকাস করে। তবে আমরা ক্রিকেটেও ভালো কাজ করছি এখন। আমরা বানিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের ইংল্যান্ডে নিয়মিত খেলার ব্যবস্থা করতে চাই। এটা বাংলাদেশের জন্যও একটা পজিটিভ ব্র্যান্ডিং।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন