কাউন্সিলর অফিস থেকে বিএনপি নেতা গ্রেপ্তার
বগুড়া: শহরের চেলোপাড়াস্থ নিজ কার্যালয় থেকে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পলাতক অবস্থায় তিনি গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে কাউন্সিলর হিসেবে শপথ নিয়ে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। সেময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান পরিমল।
দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরের চেলোপাড়ায় কাউন্সিলর অফিসে যান তিনি। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন