কাকের বুদ্ধিমত্তা পরীক্ষার একটি দূর্দান্ত ভিডিও, যা আপনাকে অবাক করবে (ভিডিও)
কথায় আছে, ‘কাক বেশি চালাক বলে সকালে উঠে বিষ্টা খায়’, তাই আমরা সবাই কম বেশি জানি পাখিদের কাক একটি চালাক বা বুদ্ধিমান প্রানী, কিন্তু কতটুকু তার বুদ্ধিমত্তা। সে কথাই জানার চেষ্টা করেছেন, পক্ষী বিশারদ এলেক্স, আর বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য তৈরী করা হল জটিল এক ধাধা, আর এলেক্সের সেই গবেষনা উঠে আসল বিবিসির প্রতিবেদনে।
পক্ষীবিশারদ ড. এলেক্স টেলর ভিন্ন ভিন্ন পাখির উপর তিন মাস বন্য পাখি নিয়ে গবেষণা করার পর তাদেরকে বনে ছেড়ে দেন। এই তিন মাসের মধ্যে এই বন্য পাখিগুলোকে একটি ধাঁধা দেওয়া হয়, তার সমাধানের জন্য। একটি পাখি নিজের খাবার সংগ্রহের জন্য কতটুকু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে, সেটা দেখাই মূলত এই গবেষনার মূখ্য বিষয় ছিল । আমাদের অতি পরিচিত পাখি কাক, যে ভিন্ন ভিন্ন বস্তুকে চিনতে পারে, সেটা আগে থেকেই মানুষের জানা ছিল, কিন্তু নিজের খাবার সংগ্রহের জন্য এত কঠিন একটি ধাঁধারও সমাধান করতে সক্ষম কাক, তা কারোই জানা ছিল না । বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এ ধরণের ধাঁধা সমাধানের মাধ্যমের কাকের বুদ্ধিমত্তার পরীক্ষা করা এটাই বিশ্বের প্রথম।
বিবিসির ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ক্রমানুযায়ী ৮ ধাপের একটি কঠিন ধাঁধা সমাধান করে কাকটি তার খাবার খেতে সক্ষম হয়। ৮ ধাপের ধাঁধায় প্রথমে কাকটিকে একটি দড়িতে বাঁধা ছোট কাঠি সংগ্রহ করে, সেটা দিয়ে তিনটি পাথরের টুকরো সংগ্রহ করতে হয়, তার সেই ছোট ছোট পাথরের টুকরো গুলো একটি বাক্সের মধ্যে ফেলে সংগ্রহ করতে হয়, বড় একটি কাঠি, আর সেই কাঠি দিয়েই কাকটি সংগ্রহ করে তার কাঙ্খিত খাবারটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন