কাজে ফিরেই বরখাস্ত সিলেট, রাজশাহীর মেয়র

আদালতের অনুমতি নিয়ে দায়িত্বে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই আবার বরখাস্ত হয়েছেন বাংলাদেশের দুটি সিটি কর্পোরশেনের দুই মেয়র।
এরা দুজনেই বিরোধীদল বিএনপির নেতা এবং জেলা পর্যায়ে দলীয় সংগঠনের নেতৃত্বে রয়েছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তির প্রশ্নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
সরকার ২০১৫ সালে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।
এই বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে দুই বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে তিনি জয়লাভ করেন।
রোববার তিনি প্রথমবারের মতো কাজে ফিরলে তার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রণালয় থেকে নতুন করে তার বহিষ্কারের প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ২০১৫ সালে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়।
উচ্চতর আদালতে তার আপিল গৃহীত হওয়ার পর রোববার আবার তাকে বরখাস্ত করা হয়।
সরকারি আদেশে বলা হয়েছে, মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে নতুন এক মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এবং আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন