কাটার মাস্টার মুস্তাফিজকে টপকালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজুর রহমানকে টপকিয়ে এবার শীর্ষ স্থানে উঠে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০১৬ সালে গুগলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
গতবার শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান।
অবাক করার বিষয় হলো এই তালিকার শীর্ষ তিনজনই আমেরিকান। অন্য দুইজন হলেন-ট্রাম্পের স্ত্রী মেলানিয়া এবং হিলারি ক্লিনটন। মুস্তাফিজ আছেন চতুর্থ স্থানে।
প্রতি বছরের শেষ দিকে গুগল থেকে খোঁজা শীর্ষ ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও করা হলো।
এ বছর আমেরিকার নির্বাচন হওয়ায় সেদিকে প্রবল আগ্রহ ছিল বাংলাদেশের মানুষের। গুগলের এই পরিসংখ্যান সেটাই প্রমাণ করলো।
অন্যদিকে টানা ৫/৬ মাস মাঠের বাইরে থাকায় মুস্তাফিজ কিছুটা আলোচনার বাইরে চলে যান। তবুও তিনি চতুর্থ স্থানে থাকলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন