সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কান্না থেমেছে, সংক্রমণও নিয়ন্ত্রণে সেই শিশুর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন দিনাজপুরে ধর্ষিতা সেই পাঁচ বছরের ক্ষুদে শিশুটির কান্না থেমেছে।

ওসিসিতে ভর্তির পর থেকে ডাক্তার, নার্স ও রোগী সবাইকে দেখলেই চিৎকার করে কেঁদে উঠতো শিশুটি। অজানা আতঙ্ক ও ভয়ে মুখ লুকাতো বালিশে। এক নরপশু কর্তৃক ক্ষতবিক্ষত যৌনাঙ্গ রক্তক্ষরণে ইনফেকশন (সংক্রমন) হওয়ায় ব্যথায় ক্ষণে ক্ষণে কুঁকড়ে উঠতো শিশুটি। তবে শনিবার আশার কথা শুনিয়েছেন চিকিৎসকরা।

ওসিসির সমন্বয়কারী ও শিশুটির চিকিৎসার্থে গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য ডা.বিলকিস আক্তার আনুমানিক বেলা ১১টায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, শিশুটির মনের আতঙ্ক কিছুটা কেটেছে। ডাক্তার ও নার্সের সঙ্গে কথা না বললেও সে তার মা ও নানীর সঙ্গে কথা বলছে।

তিনি বলেন, সংক্রমনও এখন প্রায় নিয়ন্ত্রনে, গায়ে জ্বর নেই। গোপনাঙ্গ ক্ষতবিক্ষত হওয়ায় প্রচুর রক্তক্ষরণে শিশুটি এখনো শারিরিকভাবে খুবই দুর্বল।

ডা.বিলকিস আক্তার জানান, শিশুটির শারিরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে শিশুটিকে হাইপ্রোটিন ডায়েট (দুধ, ডিম, মাংস ও ফলমূল) খাওয়ানো হচ্ছে। বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের একাধিক সদস্য শনিবার সকালে এসে শিশুটিকে দেখে গেছে।

গত মঙ্গলবার বেলা ১১টায় শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়। তার মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এছাড়া শরীরে কামড়ের দাগ এবং উরুতে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ক্ষতও ছিল।

দিনাজপুরের এই শিশুটি সম্প্রতি তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন ভোরে বাড়ির কাছে একটি হলুদ ক্ষেত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে শিশুটি এখন ঢামেক ওসিসিতে।

ওই ঘটনার পর ২০ অক্টোবর শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজ। মামলার পর ২৪ অক্টোবর (সোমবার) রাতে দিনাজপুর শহর থেকে আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিবিস্তারিত পড়ুন

বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরেবিস্তারিত পড়ুন

আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের
  • আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
  • দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের
  • বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা
  • খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান
  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ
  • প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার
  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে