কান্না থেমেছে, সংক্রমণও নিয়ন্ত্রণে সেই শিশুর
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন দিনাজপুরে ধর্ষিতা সেই পাঁচ বছরের ক্ষুদে শিশুটির কান্না থেমেছে।
ওসিসিতে ভর্তির পর থেকে ডাক্তার, নার্স ও রোগী সবাইকে দেখলেই চিৎকার করে কেঁদে উঠতো শিশুটি। অজানা আতঙ্ক ও ভয়ে মুখ লুকাতো বালিশে। এক নরপশু কর্তৃক ক্ষতবিক্ষত যৌনাঙ্গ রক্তক্ষরণে ইনফেকশন (সংক্রমন) হওয়ায় ব্যথায় ক্ষণে ক্ষণে কুঁকড়ে উঠতো শিশুটি। তবে শনিবার আশার কথা শুনিয়েছেন চিকিৎসকরা।
ওসিসির সমন্বয়কারী ও শিশুটির চিকিৎসার্থে গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য ডা.বিলকিস আক্তার আনুমানিক বেলা ১১টায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, শিশুটির মনের আতঙ্ক কিছুটা কেটেছে। ডাক্তার ও নার্সের সঙ্গে কথা না বললেও সে তার মা ও নানীর সঙ্গে কথা বলছে।
তিনি বলেন, সংক্রমনও এখন প্রায় নিয়ন্ত্রনে, গায়ে জ্বর নেই। গোপনাঙ্গ ক্ষতবিক্ষত হওয়ায় প্রচুর রক্তক্ষরণে শিশুটি এখনো শারিরিকভাবে খুবই দুর্বল।
ডা.বিলকিস আক্তার জানান, শিশুটির শারিরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে শিশুটিকে হাইপ্রোটিন ডায়েট (দুধ, ডিম, মাংস ও ফলমূল) খাওয়ানো হচ্ছে। বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের একাধিক সদস্য শনিবার সকালে এসে শিশুটিকে দেখে গেছে।
গত মঙ্গলবার বেলা ১১টায় শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়। তার মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এছাড়া শরীরে কামড়ের দাগ এবং উরুতে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ক্ষতও ছিল।
দিনাজপুরের এই শিশুটি সম্প্রতি তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন ভোরে বাড়ির কাছে একটি হলুদ ক্ষেত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে শিশুটি এখন ঢামেক ওসিসিতে।
ওই ঘটনার পর ২০ অক্টোবর শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজ। মামলার পর ২৪ অক্টোবর (সোমবার) রাতে দিনাজপুর শহর থেকে আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













