কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর নওদাপাড়া এলাকার বাইপাস মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
নগরীর শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ছেলে শিশুর বয়স আনুমানিক এক-দুই দিন হতে পারে। কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুই একদিন আগেই তার মৃত্যু হয়ে হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তার পরিচয়ও নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এর আগে বিকেল ৪টার দিকে স্থানীয়রা ওই নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন