কারখানার ‘খাবার খেয়ে’ ২৫ শ্রমিক অসুস্থ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার খাবার খাওয়ার পর অন্তত ২৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার রাতে গণকবাড়ী এলাকার ‘অলি নিটওয়্যার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের আশুলিয়া পল্লীবিদ্যুত এলাকার গণি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
মঙ্গলবার সকালে তিনি বলেন, রাতে কাজ করার সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ডিম, রুটি ও কলা খেতে দেয়। এ খাবার খাওয়ার পর শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে মাথ ব্যথা ও পরে বমি হয়। এভাবে ২৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়লে র্তৃপক্ষ তাদের গণি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গণি জেনারেল হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান দুলাল বলেন, প্রচণ্ড গরমে ফুড পয়জনিং থেকে তাদের এই সমস্যা হয়েছে। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাতে আশুলিয়া শিল্প পুলিশও ওই কারখানায় যায় বলে জানান ওসি মহসিনুল কাদির।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন