কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমূখি টেক্সটাইল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই সময় স্বামীর সঙ্গে অভিমান করে জুলেখা বেগম নামে আরেক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে পৃথক দুইটি স্থানে এসব ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ফতুল্লার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলে বৃহস্পতিবার বিকেলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
তিনি আরো জানান, একই সময় ফতুল্লার লালখা এলাকায় জুয়েল মাদবরের ভাড়া দেয়া বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে জুলেখা বেগম নামে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে।
জুলেখার স্বামী হেলার জানান, বুধবার রাতে জুলেখার সঙ্গে ঝগড়া হয়। এতে বৃহস্পতিবার বিকেলে তিনি আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন