বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কারাগারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে : আইজি প্রিজন

কারাগার নির্মাণের আগে নিরাপত্তা প্রাচীর নির্মাণ করা উচিৎ ছিল। সেটা না করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগার নির্মাণ করেছেন। এ কারণে কারাগারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

ইফতেখার উদ্দীন বলেন, প্রাচীর ছাড়াই কারাগার যেহেতু নির্মাণ হয়ে গেছে, এখন প্রাচীর নির্মাণ করাও জরুরি। বিশেষ করে পূর্ব দিকের প্রাচীর অতিজরুরি হয়ে দাঁড়িয়েছে। পূর্বদিকের নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য পিডব্লিউডিকে তাগাদা দেওয়া হয়েছে। জবাবে পিডব্লিউডি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাচীর নির্মাণের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে। তবে স্থানীয়দের বাধার মুখে তা সফল হচ্ছে না। প্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয়রা অস্ত্র নিয়ে তাড়া করে বলেও অভিযোগ করেছে পিডব্লিউডি।

স্থানীয়দের অভিযোগ, সরকার ওই জমি অধিগ্রহণ করার সময় সেখানে রাস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের এমন প্রতিশ্রুতি ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি জানা নেই। তবে স্থানীয়দের অভিযোগ আমি শুনেছি।

তিনি আরও বলেন, নিরাপত্তার অভাবে শীর্ষ সন্ত্রাসীদের বা কুখ্যাত আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়নি। তাদেরকে কাশিমপুর কারাগারেই রাখা হয়েছে। সেখানে রাখাটাই বেশি নিরাপদ। নাজিমউদ্দিন রোডে যখন কারাগার ছিল তখনও এসব কয়েদীদের কাশিমপুরেই রাখা হতো। দু-একজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। তবে এখন একজনও এখানে নেই। কারণ এখানে নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে।এটি একটি আইসলোটেড স্থাপনা। মহাসড়কের পাশে বাউন্ডারি ওয়াল নেই। নিরাপত্তারক্ষীও অনেক কম। তাই তাদের এখানে রাখা হচ্ছে না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কারা-মহাপরিদর্শক বলেন, কারাগারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ধীরগতিতে চলছে। আমি মনে করি পিডব্লিউডি’র সুপারভিশনের ঘাটতি রয়েছে। যেমন- দর্শনার্থীদের সাক্ষাতের স্থান তৈরি, রান্নাঘরের চুলা নির্মাণ করা, বন্দিদের দাঁড়ানোর আরো বেশ কয়েকটি শিট তৈরি ইত্যাদি। বন্দিদের জীবনযাপনে চরম দুর্দশা ছিল। সেটা থেকে অনেক উত্তরণ হয়েছে। তবে আমরা আত্মতৃপ্ত নই। খাবার সরবরাহে এখনও সমস্যা হচ্ছে। আমি মনে করি ৬৫ ভাগ কষ্ট লাঘব হয়েছে বন্দিদের।

সাক্ষাতের জন্য বন্দির স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়ার ব্যাপারে আইজি প্রিজন বলেন, কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তার যোগসাজসে এ সব কাণ্ড ঘটে। তবে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এরকম জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে সাসপেন্ড ও বদলি করা হয়েছে।

বন্দিদের মনিটরিংয়ের ব্যাপারে তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জনবলের অভাব রয়েছে। সাড়ে ৭ হাজার বন্দির জন্য মাত্র ৭০০ কারারক্ষী রয়েছে। মাত্র ২ জন প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন, যেখানে কমপক্ষে ২০ জন কর্মকর্তা থাকার দরকার ছিল। যারা কিনা সুপারভিশন করতে পারতেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা