‘কারিগরি শিক্ষা নিলে কেউ বেকার থাকবে না’
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, বিএ বা এমএ পাস করে হাজার হাজার শিক্ষার্থী বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। তাই দক্ষতা অর্জনের ওপর অধিক জোর দিতে হবে।
মঙ্গলবার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের সভাকক্ষে দক্ষতা বিষয়ক ১৫ দিনব্যাপী মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শিক্ষাসচিব বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। সরকার কারিগরি শিক্ষায় তালিকাভুক্তি ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। বর্তমানে এই তালিকাভুক্তি ১৩ শতাংশ।
কারিগরি শিক্ষার গ্রহণযোগ্যতার কথা তুলে ধরে শিক্ষাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবে কারিগরি শিক্ষা। সরকার তাই কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এর অবকাঠামো, তালিকাভুক্তি, কারিকুলাম প্রশিক্ষণসহ সবই ঢেলে সাজাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে স্কিলস অ্যান্ড ট্রেনিং অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) এর প্রকল্প পরিচালক মো. ইমরান, সিঙ্গাপুরস্থ আইটিই এডুকেশন সার্ভিসের পরিচালত লিম বুন, ড. শেখ আবু রেজা প্রমুখ বক্তৃতা করেন।
সিঙ্গাপুরের টিমেক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আইটিই এডুকেশন সার্ভিস গত দুই বছরে বাংলাদেশের ৯০ জন কারিগরি শিক্ষককে উচ্চতর দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন