রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাড়িতে আগুন, আটক ৩

কালাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বাড়ির ব্যবহার করা ড্রেন কাটার মাটি রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে বাড়ি-ঘরে আগুন দেওয়ার পাশাপাশি হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে। তাদের কালাই হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে। এদের মধ্যে ইয়াকুব আলী নামের একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। হত্যায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গ্রামবাসী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টার দিকে কালাই উপজেলার পুনট ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলাম তার বাড়ির বাইরে ড্রেনের মাটি অপসারণ করতে যান। এ সময় তার প্রতিবেশী বয়োজ্যেষ্ঠ সোলায়মান আলী (৭৫) সবার স্বার্থে ড্রেনের অপসারিত মাটি উভয় পাশে রাখার কথা বললে ক্ষিপ্ত হন রফিকুল। খবর পেয়ে রফিকুলের বড় ভাই মাদ্রাসা শিক্ষক মাহফুজার রহমানও ছুটে এসে সোলায়মানের ‌ওপর চড়াও হন। এ সময় রফিকুল তার হাতে থাকা কোদাল দিয়ে সোলায়মানের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে কালাই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে বগুড়ায় স্থানান্তর করলে পথেই মারা যান তিনি।

এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে সোলায়মানের লোকজন উত্তেজিত হয়ে মাহফুজারের বাড়িতে হামলা করে কয়েকটি লিচু ও আমগাছ কেটে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের চারজন আহত হন। আহতরা হলেন বৃদ্ধ সোলায়মান আলীর ছোট ভাই আব্দুর রাজ্জাক, প্রতিপক্ষ মাদ্রাসা শিক্ষক মাহফুজার রহমান, তার ছোট ভাই ইয়াকুব আলী এবং মেহেদুল ও ফিরোজা বেগম। পুলিশ এদের মধ্যে মাদ্রাসা শিক্ষক মাহফুজার রহমান, ইয়াকুব আলী ও মেহেদুলকে হাসপাতালেই আটক দেখিয়েছে। খবর পেয়ে জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আব্দুর রউফ মণ্ডল জানান, আগুনে মাদ্রাসা শিক্ষক মাহফুজারের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, বাড়ির ভেতর কয়েকটি লিচু এবং আমগাছও কেটে ফেলা হয়েছে। সময় মতো তাঁরা না আসতে পারলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেত।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল বলেন, “ড্রেনের মাটি অপসারণের মতো তুচ্ছ একটি ঘটনা নিয়ে ওই গ্রামের একজন বৃদ্ধ মানুষকে খুন করা হয়েছে। আবার খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়ে লুটপাট চালানো হয়েছে। আর গ্রামবাসী চেয়ে চেয়ে তামাশা দেখেছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্রামবাসী সহযোগিতা করলে আগুনের ঘটনাটি ঘটতো না।” এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

জয়পুরহাটে ধর্ষক সুইটের বিচার দাবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

স্বামীর সঙ্গে অভিমান করে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ!

স্বামীর সঙ্গে অভিমান করে জয়পুরহাটের সদর উপজেলায় শিশু মেয়েকে নিয়েবিস্তারিত পড়ুন

শিশুর লাশ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকেবিস্তারিত পড়ুন

  • শাশুড়িকে হাতুড়িপেটা করে জামাই শ্রীঘরে
  • ৮ দিন পার হতে চলেছে কিন্তু এখনও জ্ঞান ফিরে আসেনি জয়পুরহাটের সেই স্কুলছাত্রীটির!
  • যৌতুক না পেয়ে শাশুড়িকে হাতুড়িপেটা করেছে জামাই
  • বিকাশের মাধ্যমে খেলায় বাজি, ৩ জনের সাজা
  • জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
  • আক্কেলপুুরে চামড়া মজুদ করে এখন ব্যবসায়ীর মাথায় হাত
  • পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা..!
  • বিজিবির ভয়ে পালাতে গিয়ে হিজড়া নিহত
  • জয়পুরহাটের সীমান্তে ২ কেজি স্বর্ণ উদ্ধার
  • দেনা মেটাতে যাজকের কাছে চাঁদা দাবি, সহকারীর স্বীকারোক্তি
  • জয়পুরহাটে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
  • জয়পুরহাটে হত্যা মামলায় ৭ জনের ফাঁসি