কাল ঢাবিতে বসন্ত উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আগামীকাল মঙ্গলবার বসন্ত উৎসবের আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হচ্ছে বলে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বসন্ত উৎসব শুরু হবে সকাল ১০টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। মূলমঞ্চে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলা প্রাঙ্গণ সাজানো হবে গ্রামীণ মেলার বিভিন্ন পরিবেশনা দিয়ে। ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, গীতিনাট্য, নকশী কাঁথার মাঠের মঞ্চায়ন, মঞ্চ নাটক, পুঁথি পাঠ, জারী গান ও আবৃত্তিসহ লোকজ পরিবেশনার পাশাপাশি থাকবে কিরণ চন্দ্র রায়, বাপ্পা মজুমদার এবং জলের গান এর পরিবেশনা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের।
উদ্বোধন শেষে বাসন্তী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিকালের সাংস্কৃতিক পর্ব উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন