কাল বিশ্ব একাদশের হয়ে মাঠ কাঁপাতে নামবেন আশরাফুল! যে চ্যানেল দেখবেন খেলাটি

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিষদ্ধের শাস্তি কাটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়ে মাঠে ফিরেই নিজের ব্যাটের যে ধার এখনও কমেনি তার জানান দিয়েছিলেন ‘লিটল মাস্টার’ খ্যাত মোহাম্মদ আশরাফুল। ইতোমধ্যেই দেশে ছোটোখাট কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন। দেশের মাটিতে খেলার পর তিনি এবার আমন্ত্রণ পেলেন দেশের বাইরে খেলার জন্য।
কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচ খেলতে দুদিন আগেই সপরিবারে কাতার গিয়েছেন অ্যাশ। আগামীকাল একমাত্র ওয়ানডে ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলতে নামবেন তিনি। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। কাতারের একটি বেসরকারি চ্যানেল কাতার টিভিতে খেলাটি সরাসরি দেখানোর কথা জানিয়েছে।
কাতারের এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিতব্য ওয়ানডে ম্যাচটিতে মাঠে নামবেন তিনি। কাতারের স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি দেখতে ১৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি ভরে উঠবে বলে আয়োজকদের আশা।
বিশ্ব একাদশের নেতৃত্বে আছেন পাকিস্তানি গ্রেট শহীদ আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আরও আছেন, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মাকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম। ভারতের একমাত্র ক্রিকেটার ইউসুফ পাঠান।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জেরোমি টেইলর, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং ইমরান তাহির, শ্রীলংকার পারভেজ মাহরুফ এবং চামিন্ডা ভাস, ইংল্যান্ডের লিয়াম প্ল্যাংকেট এবং আফগানিস্তানের নওরোজ মঙ্গল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন