কাশ্মীরে ভারত-পাকিস্তান গুলিবিনিময়ে ২ ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর মর্টার হামলায় দুজন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া। আর এ ঘটনায় বেশ কয়েকজন সামরিক-বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।
তবে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী দাবি করেছে তাদের হামলায় ভারতীয় সীমান্ত বাহিনীর পোস্ট ধ্বংস ও পাঁচজন ভারতীয় সেনা নিহত হয়েছে। তবে তাদের এ দাবি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
স্থানীয়রা জানায়, বুধবার আজাদ কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে এক কিশোরসহ দুজন নিহত এবং ১৩ জন আহত হন।
এ ছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এতে এক সেনাও নিহত হন। এরপর পাকিস্তান বাহিনী পাল্টা আক্রমণ চালালে ৫ ভারতীয় সেনা নিহত হন এবং তাদের পোস্ট ধ্বংস হয়ে যায়। বিবৃতিতে ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাকিস্তান এভাবে পাল্টা আক্রমণ চালাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সূত্র : দ্য ডন ও এনডিটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন