রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

স্ত্রী-কন্যা নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘুরে দেখলেন জয়

পরিবার নিয়ে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযাগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল বুধবার দুপুরে স্ত্রী ক্রিস্টিন ওভায়ার ওয়াজেদ ও একমাত্র মেয়ে সোফিয়া রেহানা ওয়াজেদকে সঙ্গে নিয়ে পার্কটি ঘুরে দেখেন তিনি। পরে স্থানীয় একটি রিসোর্টে দুপুরের খাবার খান। সেখান থেকে বিকেলে ঢাকায় ফেরেন।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এটা ছিল সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত সফর। দুপুর ১২টা ১৬ মিনিট থেকে ১টা ৫৩ মিনিট পর্যন্ত তাঁরা পার্কটি ঘুরে দেখেন। পার্কের কোর সাফারি ও সাফারি কিংডমে অবমুক্ত এবং বেষ্টনীতে রাখা বন্য প্রাণী দেখে সন্তোষ প্রকাশ করেন জয়। পার্কটিকে সম্প্রসারণ এবং আরো সমৃদ্ধ করার পরামর্শও দেন তিনি।

বঙ্গবন্ধুর দৌহিত্র জয় স্ত্রী-কন্যাসহ পার্ক পরিদর্শনকালে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। তবে কঠোর নিরাপত্তার কারণে জয়ের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। দলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন পার্কের বাইরে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থেকে তাঁদের স্বাগত জানায়।

পার্কের কর্মকর্তারা জানান, পার্কে ঢুকে জয় পরিবার প্রথমে পার্কের তথ্য ও শিক্ষাকেন্দ্রসহ বঙ্গবন্ধু স্কয়ারের দর্শনীয় কিছু স্থাপনা ঘুরে দেখে। এরপর পার্কের খয়েরি রঙের নিজস্ব গাড়িতে কোর সাফারির অবমুক্ত ও বেষ্টনীতে রাখা বন্য প্রাণী পরিদর্শন করেন তাঁরা। তাঁরা সাফারি কিংডমে ম্যাকাউ ল্যান্ড ও প্যারট অ্যাভিয়ারিও পরিদর্শন করেন। এ সময় ম্যাকাউ পাখির সঙ্গে ছবি তোলেন তাঁরা।

ম্যাকাউ ল্যান্ডের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সমীর সুর চৌধুরী বলেন, প্রায় ১০ মিনিট ম্যাকাউ ল্যান্ডে পাখি দেখেন তাঁরা। ছবিও তোলেন।
পার্কের প্রকল্প পরিচালক উপপ্রধান বন সংরক্ষক শামসুল আজম বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের এটা ছিল ব্যক্তিগত সফর। আগে থেকে কোনো চিঠি দিয়ে আমাদের জানানো হয়নি। গত মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জেনেছিলাম। পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করে পার্কটি সম্প্রসারণ ও আরো সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। ’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে, সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন।
সাফারি পার্ক পরিদর্শন শেষে সজীব ওয়াজেদ জয় পরিবার নিয়ে পাশে ভাংনাহাটি গ্রিনভিউ রিসোর্টে যান। সেখানে দুপুরের খাবার খান তাঁরা। পরে কিছু সময় বিশ্রাম নেন। সেখানে অবস্থানকালে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে অধ্যাপিকা রুমানা আলী টুসি ও শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম (সিরাজী)। বিকেল সাড়ে ৪টায় সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় জয় পরিবার।

২০১৩ সালের ৩১ অক্টোবর গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর এলাকায় তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন হাজার ৬৯০ একর জমির ওপর ২৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পার্কটি এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক।

এই সংক্রান্ত আরো সংবাদ

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।বিস্তারিত পড়ুন

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার ছয়টি দেশ- সংযুক্ত আরব আমিরাত, ভুটান,বিস্তারিত পড়ুন

অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের জেলাবিস্তারিত পড়ুন

  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ
  • রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট
  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন
  • বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ
  • মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই
  • বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 
  • ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল
  • দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই করবে সরকার: কৃষি মন্ত্রী