সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিনতে হবে লাল জামার লাল প্লেট

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশের কর্মী সমর্থকরা লাল জামা পরে তাদের কথিত সংগঠনের লাল প্লেট কিনতে বেটারিচালিত অটো রিকশাচালকদের বাধ্য করছেন।

প্রতিদিন ফতুল্লার বিভিন্ন এলাকায় চলে হাতে লাঠি নিয়ে ভয় দেখিয়ে প্লেট বিক্রি। বুধবার বিকালে ফতুল্লা রেলস্টেশন এলাকায় চলে প্লেট বিক্রির এমনই এক তাণ্ডব।

রিকশাচালকরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ ও প্যাডেলচালিত রিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ নামে দুইটি সংগঠনের নামে ফতুল্লা, কুতুবপুর, কাশিপুর ও এনায়েতনগর এলাকায় ৭ থেকে ৮ হাজার প্লেট বিক্রি করা হয়েছে।

অটোরিকশার জন্য প্লেট বিক্রি করা হয় ৫ হাজার টাকায়। প্লেটের ভাড়া মাসে ৩০০ টাকা এবং দৈনিক ৩০ টাকা। প্যাডেলচালিত রিকশার প্লেট বিক্রি করা হয় ১০০০ টাকায়। মাসে এ প্লেটের ভাড়া ১০০ টাকা।

রিকশাচালক বশির মিয়া জানান, ‘পলাশের লাল প্লেট না নিলে রিকশার চাকা ফতুল্লায় ঘুরে না। লাল প্লেটের লাইগ্যা নেতায় লাল গেঞ্জি পরাইয়া হাতে লাল রঙের লোহার পাইপ দিয়া তার লোকজন রাস্তায় দাঁড় করাইয়া রাখে।’

‘একটা একটা কইরা গাড়ি আটকাইয়া সামনে-পিছনে দেহে হেগো প্লেট আছেনি। আর না থাকলে রিকশার সিট খুইলা নিয়া যায়। বলে, টেকা আইননা প্লেট কিননা সিটটা লইয়া যা। বেশি কথা কইলে পাইপের বাড়ি খাইতে হয়’ যোগ করেন তিনি।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, ‘১৫ বছর আগে পায়ে চালানো রিকশার জন্য আমাদের ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার প্লেট দেয়া হয়। সেগুলোর প্রতি প্লেট এখন বছরে ৭০ টাকায় নবায়ন করা হয়। ব্যাটারিচালিত রিকশার জন্য সরকার থেকে আমাদের কোনো অনুমোদন দেয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক রিকশা মালিকরা বলেন, ‘আমরা কোন দিকে যাবো? একদিকে সরকার এই অটোরিকশার বিরুদ্ধে। অন্যদিকে শ্রমিক লীগ নেতা পলাশ অটোরিকশার পক্ষে। সরকারিভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে অটোরিকশার বৈধতা দেয়া হলে হয়রানি থেকে মুক্তি পেতাম।’

শ্রমিক লীগ নেতা পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টার করা হলেও তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত তার অনুসারী হিসেবে পরিচিত শ্রমিক লীগ নেতা আজিজুল হকের সঙ্গে এ বিষয়ে কথা হয়।

তিনি জানান, ‘অসহায় দরিদ্র লোকজনের সহযোগিতায় দুইটি সংগঠন গঠন করে দিয়েছেন পলাশ। ওই সংগঠনের একজন সদস্য আমি। বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশা সড়কে চলাচলে প্রশাসন থেকে বাধা দেয়া হয়। ওই সময় রিকশাচালকরা আমাদের কাছে আসলে আমরা তাদের সহযোগিতা করে থাকি।’

তিনি আরও বলেন, ‘রিকশা চালাতে গিয়ে অনেকে দুর্ঘটনায় হতাহত হয়। এ ক্ষেত্রে আমাদের সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করি। এ জন্য রিকশাচালকদের কাছ থেকে এককালীন ও মাসে তাদের সামর্থ মতো টাকা উঠানো হয়। এর চেয়ে বেশি কিছু নয়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন

  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
  • সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • নারায়ণগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, দুলাভাই গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জ ডিবির কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
  • নারায়ণগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
  • নর্দমার ভেতর পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা লাশ!
  • সাত খুন: ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে বেঞ্চ নির্ধারণ
  • নারায়ণগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
  • নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা