কিরণমালা দেখা নিয়ে সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত শতাধিক
টেলিভিশনে ভারতীয় সিরিয়াল কিরণমালা দেখাকে কেন্দ্র করে হবিগঞ্জে দু’দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ শতাধিক লোক আহত হয়েছেন।
ঘন্টাব্যাপী সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করা হয়। সংঘর্ষ থামাতে পুলিশ নয় রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মাঝে ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধল বাজারের শাকির রেস্টুরেন্টে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসায় কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে বুধবার রাতে ধল গ্রামের সানু মিয়ার মেয়ে রেবা ও হাফসার সঙ্গে একই গ্রামের আকবর মিয়ার মেয়ে শেফালীর বাকবিতণ্ডা হয়।
খবর পেয়ে তাদের পরিবারের লোকজন শাকির রেস্টুরেন্টে এসে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক কামরুলসহ পাঁচজন আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় মুরুব্বীরা বিষয়টি সমাধান করে দেন।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন বাজারের পাশের একটি খেলার মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করা হয়। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পুলিশ নয় রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন