কিশোরগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুই ভাই নিহত
পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। এদের মধ্যে গুরুতর আহতের সংখ্যা অন্তত ৩০ জন। আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আজ রবিবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের পূর্ববরাটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে বৌলাই পূর্ববরাটি গ্রামের আবদুল মালি ও আবু সিদ্দিক। তারা সম্পর্কে আপন ভাই। তাদের বাবার নাম পৈতা মিয়া।
জানা গেছে, এলাকার সাবেক ইউপি সদস্য রবি মিয়া ও ব্যবসায়ী মালেক ব্যাপারীর সঙ্গে দীর্ঘদিন এলাকার নানা বিষয় নিয়ে শত্রুতা চলছিল। এ নিয়ে মামলা মাকদ্দমাও রয়েছে। তাছাড়া একটি ধর্ষণ মামলা নিয়ে সম্প্রতি তাদের বিরোধ আরো তীব্র হয়। আজ রবিবার সন্ধ্যার দিকে রবি মেম্বারের লোকজন মালেকের বাড়িতে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। তাদের লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন। তিনি আরো বলেন, এ ঘটনায় দুপক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। দুটি লাশই মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে রাখালবিস্তারিত পড়ুন
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭বিস্তারিত পড়ুন
ট্রেনের টিকেটে অতিরিক্ত মূল্য, বুকিং সহকারীকে অব্যাহতি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকেটে অতিরিক্ত টাকাবিস্তারিত পড়ুন