কিস্তি দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা..!
পাবনার সাঁথিয়া উপজেলার সাতানির চর গ্রামের বাড়ি থেকে আজ রোববার সকালে আজেদা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ক্ষুদ্রঋণের টাকা দিতে না পারায় আজেদা খাতুন আত্মহত্যা করেন বলে তাঁর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজেদা খাতুনের তিন সন্তান রয়েছে। সন্তানদের সুখের কথা চিন্তা করে আশা, ব্র্যাক, গ্রামীণ ও সিডিবি থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে স্বামী মাহমুদকে ব্যবসা করার জন্য দেন। কিস্তির সময় স্বামী তাঁর ঋণের টাকা ঠিকমতো দিতে না পারলে এনজিও কর্মীরা অশালীন ভাষায় কথা বলেন। বাধ্য হয়ে আজেদা খাতুন মানসম্মানের ভয়ে মেয়ের বাড়ি, কখনো বোনের বাড়ি গিয়ে থাকতেন। সপ্তাহের দ্বিতীয় দিন কিস্তির টাকা যথাসময়ে জোগাড় করা নিয়ে স্বামী ও ছেলের সঙ্গে কথাকাটাকাটি হয়। এতে অভিমান করে আজ রোববার সকালে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আজেদা খাতুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আজেদা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন