রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কিভাবে বুঝবেন সঙ্গীনি ভালোবাসে, না ব্যবহার করছে !

যাকে সঙ্গী ভেবে মন-প্রাণ-সময় উত্সর্গ করছেন তিনি কি আদৌ আপনাকে ভালোবাসেন? নাকি শুধুমাত্র আপনাকে ব্যবহার করছেন? নীচের কিছু লক্ষ্মণ দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে। যদি এর সঙ্গে আপনার প্রেমিকার ব্যবহারের কোনও মিল থাকে তবে মানে মানে কেটে পড়ুন। তাছাড়া ভবিষ্যতে বড় আঘাত পাওয়ার সম্ভাবনাই বেশি।

লক্ষ্মণগুলো জেনে নিন:

১. প্রেমিকার যখন দরকার পড়বে তখন মাঝ রাতেও আপনাকে ফোন করবেন। কিন্তু যখন আপনার দরকার থাকবে তখন তার কথা শোনার সময় থাকবে না।

২. সাধারণ আপনার সঙ্গে বাইরে বের হতে বললে নানা অযুহাত দেন। কিন্তু যখন অন্য কোনও সঙ্গী না থাকে তখন আপনিই ভরসা।এমনটা হলে বুঝে নেবেন আপনি ব্যবহৃত হচ্ছেন।

৩. নিজের নানা সমস্যার কথা আপনাকে বলেবেন এবং আপনাকে তা মন দিয়ে শুনতে হবে।যখন আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখন তিনি মোবাইলে গেমস খেলতেই বেশি ব্যস্ত থাকেন বা প্রসঙ্গ পাল্টে ফেলেন।

৪. আপনি হচ্ছেন তার পার্টিতে যাওয়ার বাহক। পার্টিতে পৌঁছানোর পর তিনি আর আপনাকে চিনবেন না। এমনকী অনেক সময় বন্ধুদের সঙ্গেও পরিচয় করাতে চাইবেন না।

৫. যত বারই বাইরে খাবেন কি কোথাও বেড়াতে যাবেন, তার টাকার ব্যাগটি থাকবে সযত্নে। আপনারই পকেট ফাঁকা হবে প্রতিবার।

৬. ফোনের ব্যালান্স শেষ হলে আপনিই ভরসা। শপিংয়েও আপনিই নিয়ে যাবেন। তবে একটা শর্ত আছে, যদি তার আর কোনও বন্ধু সঙ্গে যাওয়ার জন্য না জোটে। আপনার বাইক বা গাড়ির পেছনে চেপে ঘুরবেন, আপনি তাকে বাড়িও পৌঁছে দেবেন, তবে কোনও প্রশ্ন করা চলবে না।

৭. ফোন বা এসএমএস করে যান। কোনও রিপ্লাই নেই। রিপ্লাই তখনই দেন, যখন তার কোনও স্বার্থ জড়িতে থাকে।

৮. ভুল যেই করুন ক্ষমা আপনাকেই চাইতে হবে।কারণ আপনার প্রেমিকা ভুল করতেই পারেন না। বেশি অভিযোগ করলে কান্না তো আছেই।

৯. একজন প্রেমিক তার প্রেমিকার জন্য যা যা করেন সে সব কিছু আপনাকে করতে হবে। তবে রিলেশনশিপ স্ট্যাটাস-এ শুধু বন্ধুত্ব।

১০. সারা দিনের আপনার সঙ্গে কাটানোর প্ল্যান। তবে শেষ মুহূর্তে এসে বাতিল। তবে সরি কথাটি একবারও শুনতে পাবেন না তাঁর মুখে।

১১. প্রাক্তন প্রেমিক হোন বা বর্তমান সখী, সকলে দেখাতে আপনি তাঁর ‘আর্ম ক্যান্ডি’। বন্ধুদের সামনে সেটা বোঝানোর জন্য আপনার সঙ্গে ফ্লার্টও করছেন দেদার। মনে রাখবেন এটা তিনি তাঁর নিজের স্বার্থের জন্যই করছেন।

১২. আপনি কত রোজগার করেন, কোন সংস্থায় কাজ করেন, আপনার বন্ধুরা ঠিক সমাজের কোনও স্তরে রয়েছেন, এ সব ব্যাপার জানতে তার আগ্রহের শেষ নেই। তবে আপনি মানুষ হিসাবে সত্যি কেমন সেটা জানার কোনও আগ্রহ নেই।

১৩. আপনার ব্যাপারে তিনি কোনও ভাবেই ভাবিত নন।এমন ‘আমি’ সর্বস্ব প্রেমিকাদের থাকে সাবধান হোন। মনে রাখবেন শুধুমাত্র দরকার পড়লে যে আপনাকে মনে করেন তিনি কখনও প্রকৃত বন্ধু হতে পারেন না। আপনার ব্যাথায় যিনি কাতর হবেন, বরং তেমন কাউকে খুঁজুন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নবীন এক্সপোর্টারদের নিয়ে এক্সপোর্ট সেবার বিজনেস মিটআপ
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • দেউলিয়া হওয়া ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ কিনতে চান ইলন মাস্ক
  • টানা ৯১ ঘণ্টা ধরে ট্যাটু এঁকে গিনেস রেকর্ডে
  • ক্যারিয়ারে ৫০০ উইকেটের মালিক হতে চান হাসান
  • বাঁশির সুরে চলে অন্ধ সুভাষের সংসার
  • কিশোর বয়সে কেন ধুমপানে আসক্ত হচ্ছে ?
  • রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নূর উদ্দিন শামীম