কীভাবে এপ্রিল ফুল করবেন? রইল ১০টি সহজ টিপস
রাত পোহালেই এপ্রিল ফুল করার দিন। চুপিচুপি টিপস জেনে তৈরি থাকুন। রাত পোহালেই ১ এপ্রিল। সবাইকে বোকা বানিয়ে মজা করার দিন। কেমন করে মজা করবেন?
মনে রাখবেন মজা যেন মজাই হয়। মারাত্মক কিছু নয়। এখানে ১০টি বুদ্ধি রইল। স্থান-কাল-পাত্র বুঝে প্রয়োগ করবেন। কেউ যেন আঘাত না পান।
১। সদ্য দোল গিয়েছে। একটু আধটু রং বাড়িতে থাকলে স্ত্রীর শ্যাম্পুতে মিশিয়ে রাখুন। স্নানের সময়ে অবশ্যই বাড়িতে থাকবেন।
২। ক্রিম বিস্কিট কিনে ক্রিমটা খেয়ে ফেলুন। এবার টুথপেস্ট দিয়ে ফের আগের মতো বানিয়ে ফেলুন। বন্ধুদের দিন উদাস মুখে।
৩। ভোর থাকতে ঘুম থেকে উঠে আপনার সন্তনের ঘুম না-ভাঙিয়ে অন্য ঘরে শুইয়ে দিন। ঘরটা আগে থেকে খেলনা আর বেলুনে সাজিয়ে রাখুন।
৪। বাজারে নানা রকম খেলনা পোকা কিনতে পাওয়া যায়। একেবারে আসলের মতো দেখতে। স্ত্রীর ড্রেসিং টেবলে ফেলে রাখুন।
৫। বান্ধবীর মোবাইল ফোনটা নিয়ে ল্যাঙ্গোয়েজ সেটিং বদলে তেলুগু বা মালায়লম করে দিন। আপনি কিন্তু কিছুই জানেন না।
৬। একটু ঝুঁকি নিতে পারলে অফিসের টয়লেটের ‘পুরুষ’ ও ‘মহিলা’ বোর্ড দু’টো বদলে দিন। ঝুঁকি নিতে না-পারলে দরজার ‘PUSH’ চাপা দিয়ে ‘PULL’ ঝুলিয়ে দিন।
৭। প্রতিবেশী অফিস থেকে ফেরার আগে তাঁর বাড়ির মূল দরজায় নোটিস ঝুলিয়ে দিন ‘মেন অ্যাট ওয়ার্ক, প্লিজ ইউজ অ্যানাদার ডোর’।
৮। ‘বাড়ি বিক্রি আছে’ লিখে বন্ধুর ফোন নম্বর দিয়ে স্টেশনের টিকিট কাউন্টারের পাশে সেঁটে দিন। অবশ্যই লিখবেন— ‘ফোন করুন শুক্রবার সকাল ৬টার পরে।’
৯। সহকর্মীর কম্পিউটারের ডেস্কটপ থেকে সব আইকন লুকিয়ে রাখুন। তার আগে ডেস্কটপের স্ক্রিন শট নিয়ে সেটাকেই ওয়াল পেপার করে দিন।
১০। এবার চরম। বন্ধুকে সপরিবারে নিমন্ত্রণ করুন। নিজের বাড়ির দরজায় ‘হ্যাপি এপ্রিল ফুল’ লিখে কোথাও চলে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন