কীর্তনে ইভটিজিং, বাধা দেয়ায় হিন্দু বাড়িতে আগুন
নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা গ্রামে কীর্তন উৎসব চলাকালে স্থানীয় কয়েক দুর্বৃত্ত হরিমন্দিরের পাশে এক হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা গ্রামে হরিমন্দিরে গত মঙ্গলবার থেকে কীর্তন উৎসব শুরু হয়। ওই উৎসবে বৃহস্পতিবার রাত তিনটার দিকে স্থানীয় কয়েক উশৃংখল যুবক যায়। তারা এ সময় কীর্তনে আসা মেয়েদের উত্যক্ত করছিল। মন্দির কমিটির সদস্য মনোরঞ্জন তালুকদারের চাচাত ভাই সুভাষ তালুকদার ওই যুবকদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে মন্দিরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এ পর্যায়ে মন্দিরে উপস্থিত লোকজনের বাধার মুখে তারা চলে যায়। কিছুক্ষণ পর মন্দিরের পাশে কীর্তন উৎসব কমিটির সদস্য মনোররঞ্জন তালুকদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এলাকাবাসী অনেক চেষ্টা করে আগুন নেভায়। আগুন নেভাতে গিয়ে কীর্তনীয় দলের বাদক সমীরন হাজংয়ের হাতে আগুন লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
দুর্গাপুরে মনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরে ঝগড়া ফেরাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মনিরুজ্জামান মনি (৫০)বিস্তারিত পড়ুন
দুই ইঞ্জিনিয়ার ছেলে মাকে পিটালেন সম্পত্তির লোভে !
নেত্রকোনায় সম্পত্তির লোভের কারণে দুই ইঞ্জিনিয়ার ছেলের হাতে নির্যাতিত হয়েছেনবিস্তারিত পড়ুন
মা ফিরে এসে দেখে পাশের একটি ঘরে কিশোরী পান্নার ঝুলন্ত লাশ ! বিক্ষোভ চলছেই
নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কিশোরী পান্না আক্তারের ধর্ষকবিস্তারিত পড়ুন