কুকুরকাণ্ডের সেই নারীকে থাকতে হবে নজরদারিতে
অস্ট্রেলিয়ায় কুকুরকাণ্ডে জড়িত সেই নারীকে থাকতে হবে নজরদারিতে। এমন আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার ব্রিসবেনের একটি আদালত কুকুরের সঙ্গে অন্তত তিনবার সঙ্গম, একটি শিশুকে কামড়ানো এবং এক নারীকে কাঁটাচামচ দিয়ে খুঁচিয়ে আহত করার দায়ে জেনা লুইস ড্রিসকোকে এক বছরের নজরদারিতে রাখার আদেশ দিয়েছেন পুলিশকে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কুকুরের সঙ্গে সঙ্গমের অপরাধে ব্রিসবেনের জেলা আদালত জেনাকে আলাদাভাবে দোষী সাব্যস্ত করেনি। এ ছাড়া আদালতে ওই নারী তাঁর ছেলেবন্ধুর (বয়ফ্রেন্ড) অনুরোধে যে কুকুরের সঙ্গে সঙ্গম করে সেই দৃশ্যধারণ করেছিলেন তা প্রমাণ করেছেন।
আদালত সাক্ষ্যপ্রমাণের পর এই সিদ্ধান্তে আসেন যে ২৭ বছর বয়েসী জেনা তাঁর বয়ফ্রেন্ড ত্রিস্তানের অনুরোধে পোষা কুকুরের সঙ্গে সম্পর্ক করেছিলেন।
এর আগে কারাগারে যেতে হবে শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েছিলেন কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আলোচিত অস্ট্রেলিয়ান নারী। গত শনিবার সকালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন শহরের বাসিন্দা জেনাকে ‘মাদক বিক্রি’ ও ‘প্রাকৃতিক নিয়ম বহির্ভূত যৌনসম্পর্ক’-এর দায়ে আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক টেরি মার্টিন যখন জেনাকে তাঁর অপরাধের শাস্তির বিষয়ে ধারণা দেন তখন কান্নায় ভেঙে পড়েন জেনা। তিনি সব অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছিল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।
অবশ্য কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা এর আগেও আদালতে স্বীকার করেছিলেন অস্ট্রেলিয়ার ওই নারী। চলতি বছরের আগস্টে জেনার বিরুদ্ধে তাঁর পোষা কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনসহ চারটি অভিযোগ আনা হয়। গত সপ্তাহে তিনি বিচারকের সামনে প্রথম এ অভিযোগগুলো স্বীকার করেন।
আদালতে জেনার পক্ষের আইনজীবী জেমস গডবোল্ট বলেন, জেনাকে প্রকাশ্যে লজ্জা দেওয়া হয়েছে। এ ছাড়া জেনা তাঁর প্রেমিকের অনুরোধেই কুকুরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।
এ ছাড়া বিচারক টেরি মার্টিন উপস্থিতিতে জেনা আরো স্বীকার করেন, তিনি একজনের শরীরে কাঁটাচামচ ঢুকিয়ে দিয়েছিলেন এবং এক শিশুকে কামড় দিয়েছিলেন। এ ছাড়া তিনি মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গেও জড়িত।
২০১৪ সালে মাদক চোরাচালান বিষয়ে অনুসন্ধান চালানোর সময় জেনার মোবাইল ফোনে তিনটি আপত্তিকর ভিডিও পায় পুলিশ। এরপর বিষয়টি আদালতে নিষ্পত্তির জন্য তোলা হয়।
সে সময় আদালতের এক শুনানিতে একটি ছবি উপস্থাপন করা হয়। ছবিটিতে দেখা যায়, জেনা একজন অপরিচিত ব্যক্তি এবং একটি পোষা কুকুরের সঙ্গে বাড়িতে ঢুকছেন।
স্থানীয়রা জানান, জেনা ওই ব্যক্তি আর কুকুরটির সঙ্গে খুব অল্প সময় বাড়িতে ছিলেন। পরে তাঁরা একটি গাড়িতে করে ওই জায়গা ছেড়ে চলে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন