কুকুরের মুখ থেকে উদ্ধার হলো ফেলে রাখা নবজাতক!
রাজধানীর পুরাতন বিমানবন্দরের ভেতরে অবস্থিত জঙ্গল থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ফেলে রাখা ওই নবজাতকটিকে কুকুর কামড়াতে শুরু করলে ওর কান্নায় পাশে খেলতে থাকা কয়েকটি শিশু এগিয়ে গেলে কুকুরটি পালিয়ে যায়। পরে শিশুদের চিৎকারে জাহানারা বেগম নামে এক স্থানীয় বাসিন্দা নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জাহানারা বেগম জানান, দুপুরে শিশুরা ওই জঙ্গলের পাশে খেলা করছিল। এ সময় একটি কুকুর ওই নবজাতককে কামড়াতে শুরু করলে সে কেঁদে ওঠে। ওর কান্নায় পাশে খেলা করা কয়েকটি শিশু এগিয়ে গেলে কুকুরটি চলে যায়। পরে নবজাতকটিকে উদ্ধার করে প্রথমে শিশু হাসপাতালে পরে ঢামেক হাসপাতালে নিয়ে যান তিনি।
ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নবজাতকের নাক, মুখে ও বাম হাতের আঙুলে ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে ওই নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন