কুড়িগ্রামে অবৈধ জাল বিক্রি ও মজুদের দায়ে তিনজনকে কারাদণ্ড

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরার অবৈধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাগেশ্বরী পৌরসভার কামার পাড়ার মৃত হারান আলীর ছেলে সহিদুল ইসলাম, মৃত হারুন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম এবং হাউরির ভিটা গ্রামের জানির আলীর ছেলে ইছাহাক মন্ডল।
এর আগে বিকালে নাগেশ্বরী পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে ওই তিন ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ১২৬টি মাছ ধরার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
নাগেশ্বরী উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে মাছ ধরার অবৈধ জাল বিক্রি ও মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন