কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ দুজন হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কুমিল্লায় জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসাইন সরকারসহ দুজন হত্যা মামলার এজহারভুক্ত আসামি বিল্লাল হোসেন বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান তাঁরা। এ সময় এই হত্যা মামলার এজাহারভুক্ত ১০ নম্বর আসামি দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন বাবুলকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার কালে একটি মামলার হাজিরা দিতে কুমিল্লার তিতাস উপজেলা থেকে কুমিল্লার আদালতে যাওয়ার পথে দাউদকান্দির গৌরীপুর এলাকায় চেয়ারম্যান মনিরের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মনিরসহ চারজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান মনির ও মহিউদ্দিন।
এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী তাহমিনা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের নামে একটি হত্যা মামলা করেন করে। গতকাল বুধবার সকালে মামলাটি কুমিল্লার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত মামলার এই একজন আসামিকেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন