কুমড়ার বীজের দাম ১২৫০ পাউন্ড! (ভিডিও সহ)
সোনা কিংবা হীরের অলংকার নয় মিষ্টি কুমড়ার একটি বীজের দাম ১২৫০ পাউন্ড (এক লাখ ২২ হাজার ৫০০ টাকা)। কি আকাশ থেকে পড়ছেন?
হ্যাঁ সুইজারল্যান্ডের এক নাগরিকের কাছ থেকে যুক্তরাজ্যের গবেষক ম্যাথিউ অলিভার এই দাম দিয়েই একটি কুমড়া বীজ কিনেছেন। হবে নাই বা কেন?
এই বীজ নেওয়া হয়েছে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী অপর একটি কুমড়া থেকে। আর সেই বীজ থেকেই উৎপন্ন হওয়া কুমড়া যুক্তরাজ্যের সবচেয়ে বড় কুমড়া হিসেবে রেকর্ড গড়েছে।
অলিভার যুক্তরাজ্যের সাদাম্পটনে অনুষ্ঠিত শরৎকালের কুমড়া উৎসবে ৬০৫ কেজি ওজনের এই মিষ্টি কুমড়া প্রদর্শন করেছেন।
এর আগে বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী কুমড়া উৎপন্ন করেছিলেন সুইজারল্যান্ডের বেনি মিয়ার ২০১৪ সালে। তার কুমড়ার ওজন হয়েছিল এক হাজার ৫৪ কেজি। তার ওই রেকর্ড এখনো বহাল রয়েছে।
এই কুমড়ার খোলস দিয়ে তৈরি নৌকা চালানো হবে সেদেশের রয়্যাল হর্টিকালচার সোসাইটি গার্ডেন হাইড হলের লেকে। অবশ্য কুমড়ার খোলস দিয়ে নৌকা তৈরি হচ্ছে আরো আগে থেকেই।
এর থেকেও বড় আকারের নৌকা নির্মাণ করা হবে ওই কুমড়া থেকে
তবে এই কুমড়ার আকার যেহেতু অনেক বড়। সুতরাং এটি দিয়ে তৈরি নৌকাও হবে বেশ বড় আকৃতির। তাই বেশ আগ্রহ তৈরি হয়েছে এই কুমড়া নিয়ে।
যুক্তরাজ্যের অ্যাসেক্স কাউন্টির উদ্যানবিদ্যাবিষয়ক গবেষক ম্যাথিউ অলিভার এই মিষ্টি কুমড়ার চাষ করেছেন।
রয়্যাল হর্টিকালচার সোসাইটির একজন মুখপাত্র জানিয়েছেন, বিশাল আকৃতির কুমড়াগুলো রান্নার জন্য পরিচিত নয়। এই কারণে এই কুমড়ার খোলস দিয়ে একটি অস্থায়ী নৌকা তৈরি করা হবে। অলিভার ওই নৌকা রয়্যাল হর্টিকালচার সোসাইটি গার্ডেন হাইড হলের লেকে ভাসাবেন।
তিনি আরো জানান, একটি বীজ এক হাজার ২৫০ পাউন্ড দিয়ে কিনেছিলেন অলিভার। এরপর মধ্য এপ্রিলে বীজ বপন করেছিলেন।
অলিভার বলেন, আমি খুবই খুশি। কিন্তু আমি নিশ্চিত নই যে আবারও এমন কিছু করতে পারব।
অলিভার দক্ষিণ উডহাম ফেরারসের নিকটবর্তী রয়্যাল হর্টিকালচার সোসাইটি গার্ডেন হাইড হলে গবেষণা করেন।
https://youtu.be/RmPAUK7KW2A
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন