কুর্দি মহিলার মাথার দাম ১০ লাখ ডলার!

সিরিয়ার কুর্দি মহিলা জোয়ানা পালানির মাথার মূল্য ১০ লাখ ডলার ঘোষণা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক ও সিরিয়া (আইএসআইএস)। ২০১৪ সালে কলেজ ছেড়ে জঙ্গিদমনে নিজেকে নিযুক্ত করেছিলেন পালানি। তারপর থেকেই তাকে বিভিন্ন মাধ্যমে খুন করার হুমকি দেওয়া হয়। যদিও এখন তিনি ডেনমার্কের কোপেনহাগেনে জেলবন্দী।
২০১৫ সালের জুন মাসে ডেনমার্ক সরকার পালানির দেশ ছেড়ে অন্যত্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করায় তাকে গ্রেফতার করা হয়। এই মামলার রায়ে দোষী সাব্যস্ত করা হলে ২ বছরের জেল হতে পারে পালানির।
পালানির অবশ্য দাবি, ডেনমার্কের সেনাবাহিনীতে নিযুক্ত থাকা সত্ত্বেও ডেনমার্ক সরকার তাকে দেশের জন্য কিছু করতে দিচ্ছে না। পালানিকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এই হুমকি নতুন নয়। কিন্তু তার প্রাণনাশের জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে এই প্রথমবার।
পালানির জন্ম ইরাকের একটি রিফিউজি ক্যাম্পে। তিনি ইরানিয়ান কুর্দি। ছোট থাকতেই প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় তার মা-বাবা ডেনমার্কে রাজনৈতিক আশ্রয় সেখান থেকেই তার পড়াশুনা শুরু। কলেজে রাজনীতির ছাত্রী ছিলেন তিনি। কিন্তু দেশকে রক্ষার স্বার্থে কলেজ ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তারপর থেকে তাকে বিভিন্ন জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এমনকি এখন তার নিজের দেশেই তিনি বন্দী।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন