কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জলিল মাস্টার (৬৫) ও শওকত আলী (৬২) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৫) ও যাত্রী গোলেজান বেগম (৫০) রাজিয়া খাতুন (৫০) খলিলুর রহমান (৫৫) আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জলিল মাস্টার সদর উপজেলার খাজানগর গ্রামের মৃত সামসের মিস্ত্রির ছেলে ও শওকত আলী একই এলাকার চন্দ্র মিস্ত্রির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে একটি মালবাহী ট্রাক কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক দিয়ে পাবনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হন।
ভেড়ামারা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ারবিস্তারিত পড়ুন
১৫ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট এলাকায় গড়াই নদের চরে কলাগাছ লাগিয়েছিলবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু
বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খোলা মাঠে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন