কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর, বাড়িতে হামলা
নারায়নগঞ্জের রূপগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহিনীকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই গৃহিনীর বাড়িঘর, আসবাবপত্র ভাঙচুর ও হামলা করে ২ লাখ টাকার মালামাল লুট করা হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার পবনকুল এলাকায়।
পবনকুল এলাকার শাহবুদ্দিনের স্ত্রী রিনা বেগম জানান, একই এলাকার ইদ্রিস বয়াতী কিছুদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ইদ্রিস আলীর পরিবারকে জানানো হলে এ নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে রিনা বেগমের বাক-বিত-া হয়। এর জের ধরে বুধবার দুপুরে প্রতিপক্ষ ইদ্রিস আলী ও তার ছেলে সুজন, কাজল, মেয়ে রিনা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে গৃহিনীর বাড়িতে প্রবেশ করে বেধড়ক পিটিয়ে জখম করে। এসময় তারা গৃহিনীর বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে ৩ ভরি স্বর্ণালঙ্ককার ও ঘরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকাসহ ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় গৃহিনী রিনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঈসমাইল হোসেন জানান, মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন