কৃত্রিম পা নিয়ে হাসিমুখে জীবনযুদ্ধে লড়ছেন এই তরুণী
পা হারিয়েও জীবনযুদ্ধে লড়ে চলেছেন মুম্বইবাসী তরুণী৷ ছ’বছর আগে গাছের ডাল পায়ে ভেঙে পড়ে সারা জীবনের মতো পা হারাতে হয় তাঁকে৷ ঘটনাটি ঘটেছিল তাঁর বাড়ির পাশেই৷ তারপর অপারেশন করে কৃত্রিম পা লাগানো হয়। আর তাই দিয়েই জীবনে এগিয়ে চলেছেন ওই তরুণী৷
জীবন আর থেমে থাকেনি৷ আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতোই তাঁর জীবনেও ভালোবাসা এসেছে৷ চাকরিও করছেন তিনি৷ একা ইউরোপ ভ্রমণও সেরে ফেলেছেন বছর ২৪-এর ওই তরুণী। ফেসবুক পেজে এমনই অনুপ্রেরণামূলক পোস্ট করেছেন তিনি। পোস্টটিতে ৩৪ হাজার মানুষ লাইক করেছেন ও দেড় হাজার মানুষ শেয়ার করেছেন৷ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ওঠে তাঁর ওই পোস্টে৷
২৪ বছরের ওই তরুণী আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার পর কীভাবে তাঁর জীবন বদলে যায়৷ তবে একটি খারাপ অভিজ্ঞতাও তিনি জানিয়েছেন৷সম্প্রতি একটি বিমানবন্দরে তাঁকে খুবই বিপর্যস্ত হতে হয়৷তাঁকে আলাদা করে একটি প্রাইভেট ঘরে নিয়ে গিয়ে জিন্স খুলিয়ে তাঁর কৃত্রিম পাকে মোবাইল,ব্যাগ ও জুতোসহ স্ক্যানারে পরীক্ষাও করা হয়েছিল৷তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁর কথায় কান দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ৷ এইরকম বহু প্রতিকূল অবস্থার মধ্যে মাঝে মাঝেই পড়তে হয় তবুও তাঁর জীবন আগের থেকে অনেকটাই বদলেছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন