কেকেআরের পাঁচে নেই সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১২ সালে ও ২০১৪ সালে দুটি ফাইনাল ম্যাচেই খেলেছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট ও বল হাতে কেকেআরের অনেক জয়েই অবদান রেখেছেন তিনি। এবারও ক্লাবটির হয়ে খেলতে গেছেন সাকিব। তবে ভারতের একটি পত্রিকা অনুযায়ী, কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেরা পাঁচ খেলোয়াড়ের তালিকায় নাই বিশ্বসেরা এই অল রাউন্ডার। পত্রিকাটির মতে, কেকেআরের সেরা পাঁচ তারকা:-
মণীষ পাণ্ডে
মণীষ পাণ্ডেকে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম স্তম্ভ বলে মনে করা হচ্ছে। গতবছর মণীষ ভাল করতে পারেননি। ১৩টি ম্যাচে মণীষের ব্যাট থেকে আসে ২২৫ রান। এই বছর মণীষ পাণ্ডেকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন কলকাতা নাইট রাইডার্স ভক্তরা। ভারতের হয়ে টি টোয়েন্টি-তে মণীষ পাণ্ডে ভালই খেলেছেন। একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে মণীষের।
রবিন উত্থাপ্পা
২০১৪ মৌসুমে রবিন উত্থাপ্পার পারফরম্যান্স বেশ ভাল। ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন। রবিন উত্থাপ্পা ধারাবাহিকতা দেখানোয় কলকাতাও আইপিএল জিততে পেরেছিল। কেকেআর-এর ব্যাটিংয়ের প্রাণভোমরা উত্থাপ্পা।
ইউসুফ পাঠান
যে কোনও কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনার ক্ষমতা রয়েছে ইউসুফ পাঠানের। কিন্তু মাঝেমাঝেই উল্টা-পাল্টা চালাতে গিয়ে আউট হয়ে যান পাঠান। তার থেকে এখনও সেরাটা পায়নি নাইটরা। এই বছর পাঠান অন্য অবতারে ধরা দিতেই পারেন।
সুনীল নারাইন
সুনীল নারাইন আইসিসি-র কাছ থেকে সবুজ সংকেত পেয়ে যাওয়ায় নাইটরা স্বস্তিতে। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, বল হাতে নারাইন মানেই বিপক্ষের রাতের ঘুম উড়ে যায়। নারাইন আসা মানে কলকাতার বোলিংয়ে বৈচিত্র্য। ২০১২ ও ২০১৪-য় নারাইন ছিলেন বলেই কলকাতা কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছিল।
আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেল খুবই প্রয়োজনীয় অলরাউন্ডার। তার উপস্থিতি নাইটদের শক্তি বাড়িয়েছে। ব্যাট ও বল হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন রাসেল। এই বছরও রাসেলের দিকে তাকিয়ে কেকেআর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন